ভোপাল: ৫০-র দশকেই ভারতের বুক থেকে মুছে গিয়েছিল চিতার অস্তিত্ব। দেশে আবার চিতা আসে ২০২২ সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রধানমন্ত্রীর জন্মদিনেই দক্ষিণ আফ্রিকা থেকে সোজা মধ্য প্রদেশের কুনোয় আসে ২০টি চিতা। তিন বছর পর, আবারও নতুন বছরে আসতে চলেছে চিতা।
জানা গিয়েছে, আরও ২০টি চিতা আমদানি করা হবে ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকেই আসবে চিতা, থাকবে মধ্য প্রদেশেই। তবে এবার আর কুনোর জাতীয় উদ্যানে নয়, চিতাদের নয়া ঠিকানা হবে ওই রাজ্যেরই গান্ধী সাগরে। বন দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই চিতাদের থাকার ব্যবস্থা প্রায় করে ফেলা হয়েছে। তাদের শিকার করার জন্য আনা হয়েছে চিতল হরিণ।
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল। পরে ২০২৩ সালে আরও এক ধাপে ১২টি চিতা আসে। কুনোর জাতীয় উদ্যানে সেই চিতাগুলিকে ছাড়া হয়। সন্তানের জন্মও দেয় তারা। তবে কুনোর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না চিতারা। ১১টি চিতার মৃত্যু হয়েছে অসুস্থতা ও অন্যান্য কারণে।
সূত্রের খবর, নতুন চিতাদের গান্ধীসাগর জাতীয় উদ্যানে ছাড়ার আগে কুনোর জঙ্গল থেকে একটি মা চিতা ও তার দুই সন্তানকে এই জঙ্গলে ছাড়া হবে।