লখনউ: বাড়িতে যাঁদের কাছে সুরক্ষিত থাকার কথা, তাঁদের হাতেই নির্যাতনের শিকার। এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল দাদু, বাবা এবং কাকার বিরুদ্ধে। গণধর্ষণের জেরে ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। শেষমেশ পুলিশে অভিযোগ জানায়। শনিবার অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশের বিধুনার।
আউরাইয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক মিশ্র জানান, শুক্রবার এক মহিলা আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় আসে ওই নাবালিকা। এফআইআর দায়ের হয়। তদন্তে নেমে এদিন অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
অলোক মিশ্র বলেন, “ওই নাবালিকা জানিয়েছে, গত কয়েকমাস ধরে তার দাদু, বাবা এবং কাকা তার উপর যৌন নির্যাতন চালিয়েছে। অভিযোগ পাওয়ার পর তার শারীরিক পরীক্ষা করা হয়। জানা যায়, সে ২ মাসের অন্তঃসত্ত্বা।” নাবালিকা যাতে মুখ না খোলে, সেজন্য হুমকিও দিয়েছিল বলে অভিযোগ।
ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পকসো আইনেও অভিযোগ দায়ের হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার আরও তদন্ত চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।