Crime News: চায়ের দোকানে উঠেছিল তুফানি আড্ডার ঝড়, হঠাৎ একজন পকেট থেকে বের করল ছুরি, তারপর…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 19, 2022 | 12:15 PM

Uttar Pradesh: মৃত যুবকের পরিবারের দাবি, দিন কয়েক আগেই ওই যুবকের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতে আসা কয়েক ব্যক্তির বচসা হয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ওই যুবককে মারধর, এমনকী খুন করার হুমকি দেওয়া হচ্ছিল।

Crime News: চায়ের দোকানে উঠেছিল তুফানি আড্ডার ঝড়, হঠাৎ একজন পকেট থেকে বের করল ছুরি, তারপর...
ফাইল চিত্র

Follow Us

লখনউ: রোজই সন্ধ্যায় চায়ের দোকানে যেতেন আড্ডা দিতে। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। কাজ সেরে বাড়ি ফেরার পথেই গিয়েছিলেন পাড়ার মোড়ের চায়ের দোকানে। সেখানেই পরিচিতদের সঙ্গে দিচ্ছিলেন আড্ডা। কিন্তু হঠাৎই কাটল তাল, দুই দিনের পুরনো এক কথা নিয়ে শুরু হল নিজেদের মধ্যে বচসা। সেই বচসাই যে এমন ভয়ঙ্কর রূপ নেবে, তা কল্পনাও করতে পারেনি কেউ। রাগের বশেই কুপিয়ে খুন করা হল ২০ বছরের এক যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবনকি জেলায়।

পুলিশের তরফে জানানো হয়, রবিবার উত্তর প্রদেশের বারাবনকি জেলার কোতওয়ালি পুলিশ স্টেশনের এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করা হয়। মৃত যুবকের নাম সুকান্ত শর্মা ওরফে প্রিন্স। ভিতারি পিরবাতায়ন এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক। শনিবার রাতে তিনি পালহারি টকের কাছে একটি পেট্রোল পাম্পের পাশে চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানেই আড্ডা দেওয়ার সময় কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই যুবক।

বচসার মাঝেই আচমকা এক ব্যক্তি পকেট থেকে ছুরি বের করেন এবং যুবকের পেটে কোপ বসান। একবার আঘাত করেই থামেননি ওই ব্যক্তি, একের পর এক কোপ বসাতে থাকেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্য়ক্ষদর্শীরা গোটা ঘটনাটি দেখে হকচকিয়ে যান। একজন পুলিশে খবর দেন। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের পরিবারের দাবি, দিন কয়েক আগেই ওই যুবকের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতে আসা কয়েক ব্যক্তির বচসা হয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ওই যুবককে মারধর, এমনকী খুন করার হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের অভিযোগও দায়ের করা হয়েছে। খুনের তদন্ত শুরু করা হয়েছে।

Next Article