নয়াদিল্লি: জি২০ গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ নয়াদিল্লির ঘোষণাপত্রে সর্বসম্মত হয়েছে। শনিবারই এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনে নয়াদিল্লির ঘোষণায় সমস্ত দেশের সম্মতি ভারতের কাছে বড় কূটনৈতিক জয় বলে মত বিশেষজ্ঞ মহলের। এই সাফল্যের জন্য মোদী শনিবারই দেশের সব মন্ত্রী এবং শেরপাদের কঠোর পরিশ্রমকে কুর্ণিশ জানিয়েছেন। এই ঘোষণার পর থেকেই সামনে এসেছে ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্তের নাম। নয়াদিল্লির ঘোষণায় সর্বসম্মতিতে পৌঁছনোর পিছনে অমিতাভের ভূমিকা প্রশংসিত হচ্ছে সব মহলে। বিভিন্ন দেশের সঙ্গে অমিতাভের একটানা আলোচনা এবং নিরলস পরিশ্রমের জেরেই এই অসাধ্য সাধন হয়েছে জি২০ সম্মেলনে।
নয়াদিল্লির ঘোষণাপত্র যাতে সকলে গ্রহণ করে তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন অমিতাভ কান্ত। সর্বসম্মতিতে পৌঁছেতে অমিতাভ ৩০০টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ২০০ ঘণ্টা একটানা আলোচনা চালিয়েছেন। ঘোষণাপত্রের প্রায় ১৫টি খসড়া বানানো হয়েছিল। অমিতাভের সঙ্গেই এই কাজ করেছেন তাঁর আরও দুই সঙ্গী। রবিবারের টুইটে সেই দুই সঙ্গীর সঙ্গে নিজের ছবি এক্স (অতীতের টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করেছেন অমিতাভ। সেখানেই তিনি তাঁদের প্রচেষ্টার কথা বলেছেন। রাশিয়া-ইউক্রেন নিয়ে প্রস্তাবে সর্বসম্মতিতে পৌঁছনো সবথেকে কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন তিনি।
The most complex part of the entire #G20 was to bring consensus on the geopolitical paras (Russia-Ukraine). This was done over 200 hours of non -stop negotiations, 300 bilateral meetings, 15 drafts. In this, I was greatly assisted by two brilliant officers – @NagNaidu08 & @eenamg pic.twitter.com/l8bOEFPP37
— Amitabh Kant (@amitabhk87) September 10, 2023
অমিতাভের এই নিরলস প্রচেষ্টা নিয়ে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন শাসক থেকে বিরোধীরা। প্রধানমন্ত্রী মোদীর মুখে শনিবারই শেরপা অমিতাভ কান্তের প্রশংসা শোনা গিয়েছিল। কংগ্রেস সাংসদ শশী তারুরও প্রশংসা করেছেন কান্তকে।
এই সাফল্যের পর কান্ত সাংবাদিক সম্মেলনে বলেছেন, “যখন আমি জি২০ প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত হই, তখন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ভারতের প্রেসিডেন্সি যেন সিদ্ধান্তমূলক, বলিষ্ঠ, পদক্ষেপনির্ভর হয়। নয়াদিল্লির ঘোষণাপত্রে ৮৩টি অনুচ্ছেদ রয়েছে। এই গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ এই ৮৩টি অনুচ্ছেদেই সর্বসম্মত হয়েছে। ভূরাজনৈতিক বিষয় নিয়ে ‘প্ল্যানেট, পিপল পিস অ্যান্ড প্রসপারিটি’ যে ৮টি অনুচ্ছেদ ছিল, তা ১০০ শতাংশ সর্বসম্মত।”