INDIA Alliance: ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক পাওয়ারের বাসভবনে

Jyotirmoy Karmokar | Edited By: অংশুমান গোস্বামী

Sep 10, 2023 | 3:43 PM

এই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইন্ডিয়া জোটে কোনও কনভেনর বা আহ্বায়ক রাখা না হলেও কো-অর্ডিনেশন কমিটির বৈঠক পরিচালনা করার দায়িত্ব শরদ পাওয়ার নেবেন বলে জানা গিয়েছে।

INDIA Alliance: ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক পাওয়ারের বাসভবনে
একমঞ্চে ইন্ডিয়া জোটের শরিকরা। ফাইল ছবি।
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হবে আগামী ১৩ সেপ্টেম্বর। বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে হবে এই বৈঠক। এই কো-অর্ডিনেশন কমিটিতে রয়েছে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা। এই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইন্ডিয়া জোটে কোনও কনভেনর বা আহ্বায়ক রাখা না হলেও কো-অর্ডিনেশন কমিটির বৈঠক পরিচালনা করার দায়িত্ব শরদ পাওয়ার নেবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মূলত তিনটি অ্যাজেন্ডার উপর আলোচনা হবে বৈঠকে। প্রথমত, আসন সমঝোতার জন্য আলোচনার সময়সীমা নিয়ে সময়সীমা নির্দিষ্ট করা হবে। কীভাবে আলোচনা হবে তার রূপরেখাও ঠিক করা। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোটের সাধারণ ইশতেহার প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে এ দিনের বৈঠকে। তৃতীয়ত, যৌথ সমাবেশ বা কর্মসূচির দিন এবং স্থান চূড়ান্ত করা হবে।

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়তে জোট বেঁধেছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমন্ত্রণে পটনায় জড়ো হয় একাধিক বিরোধী দল। বেঙ্গালুরুর বৈঠকে ঠিক হয় সেই জোটের নাম। যে নাম নিয়ে বিতর্কও চলেছে বিস্তর। গত মাসে মুম্বইয়ের বৈঠকে কো-অর্ডিনেশন কমিটি-সহ একাধিক কমিটি গঠন করা হয়। সেই কমিটিরই প্রথম বৈঠক হবে বুধবার।

Next Article