Andhra Pradesh: ১১ আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, প্রমাণের অভাবে খালাস ২১ পুলিশকর্মী

আদিবাসীদের অভিযোগ সত্ত্বেও যৌন নিগ্রহে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। সেই মামলায় ২১ পুলিশ কর্মীকে খালাস করল বিশেষ আদালত।

Andhra Pradesh: ১১ আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, প্রমাণের অভাবে খালাস ২১ পুলিশকর্মী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 6:55 PM

বিশাখাপত্তনম: ১৬ বছর আগের ঘটনা। অন্ধ্র প্রদেশের রাজু জেলার আল্লুরি সীতারামা গ্রামে এক অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। আদিবাসী অধ্যুষিত সেই গ্রামে গিয়ে ওই পুলিশ দল আদিবাসী মহিলাদের গণধর্ষণ করেছিল বলে অভিযোগ ওঠে। ১১ আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল ২১ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল ওই এলাকা। আদিবাসীদের অভিযোগ সত্ত্বেও যৌন নিগ্রহে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। সেই মামলায় ২১ পুলিশ কর্মীকে খালাস করল বিশেষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, পুলিশি তদন্তে গাফিলতির জন্যই অভিযোগ থেকে মুক্ত হলেন অভিযুক্ত পুলিশ কর্মীরা। তদন্তে গাফিলতির জন্য পুলিশি তদন্তকে কটাক্ষও করেছে আদালত।

আদিবাসী মহিলাদের গণধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মীরা গ্রেহাউন্ড নামে বিশেষ দলের সদস্য ছিল। ২০০৭ সালের অগস্ট মাসে আল্লুরি সীতারামা গ্রামমে একটি বিশেষ অভিযানে গিয়েছিলেন গ্রেহাউন্ড দলের ওই সদস্যরা। সে সময়ই আদিবাসী মহিলাদের গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই নিয়েই বিশাখাপত্তনমের একটি বিশেষ আদালতে বিচারাধীন ছিল মামলাটি। কিন্তু পুলিশি তদন্তের গাফিলতিতে প্রমাণের অভাবে আদালত মুক্তি দেয় অভিযুক্তদের। তবে যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগার সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনা নিয়ে অন্ধ্র প্রদেশের হিউম্যান রাইটস ফোরামের সহ সভাপতি এম শরৎ বলেছেন, “গ্রেহাউন্ড বাহিনী ১১ আদিবাসী মহিলাকে গণধর্ষণ করেছিল ২০০৭ সালে অগস্ট মাসে। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু এক জন অভিযুক্তকেও গ্রেফতার করেনি পুলিশ। নির্যাতিতাদের আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতাদের জবানবন্দিতে আদালত যে বিশ্বাস রেখেছে তা এই নির্দেশে ফুটে উঠেছে।”