ভারতে প্রথমবার, ২৪ ঘণ্টা ট্যাপ থেকেই মিলবে শুদ্ধ পানীয় জল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2021 | 8:39 AM

Puri: দেশের মধ্যে প্রথম পুরীতে চালু হল এই পরিষেবা। এই জল সরাসরি খাওয়া যাবে বা রান্নায় ব্যবহার করা যাবে।

ভারতে প্রথমবার, ২৪ ঘণ্টা ট্যাপ থেকেই মিলবে শুদ্ধ পানীয় জল
প্রতীকি ছবি

Follow Us

পুরী: বিশ্বের অন্যান্য দেশে এই সুবিধা রয়েছে। তবে ভারতে অন্য কোনও শহরে ২৪ ঘণ্টার পানীয় জলের পরিষেবা ছিল না। জল পাওয়া গেলেও, তা খাওয়ার জন্য যথেষ্ট শুদ্ধ হয় না। পানীয় জলের জন্য ফিল্টার বা পিউরিফায়ার ব্যবহারের প্রয়োজন পড়ে। কিন্তু এ বার ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করল ওডিশা সরকার। সোমবার ‘সুজল’ মিশনের সূচনা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই উদ্যোগে পুরী জুড়ে ২৪ ঘণ্টা পানীয় জল পাবেন শহরবাসী। সেই জল সরাসরি পান করা যাবে বা রান্নার কাজে ব্যবহার করা যাবে। পুনরায় এই জল শুদ্ধ করার প্রয়োজন পড়বে না।

এক বিবৃতিতে ওডিশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরী নাম লেখাল বিশ্বের সব অভিজাত দেশগুলির তালিকায়। লন্ডন,নিউ ইয়র্ক বা সিঙ্গাপুরের মতো শহরে পুরসভাই ২৪ ঘণ্টা পানীয় জলের ব্যবস্থা করে। এ বার পুরীর মানুষও পাবে সেই একই সুবিধা। এই পরিষেবা পেলে আড়াই লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি।

ওই মিশনের সূচনায় এসে নবীন পট্টনায়ক বলেন, ‘মহাপ্রভুর পুরী ধামের মানুষের আর পানীয় জল নিয়ে কোনও সমস্যা থাকবে না। দেশের ইতিহাসে এই মিশন একটা নজির তৈরি করল। সুজল মিশনে পুরীর যে কোনও বাসিন্দা ট্যাপ থেকে সরাসরি জল পান করতে পারবেন, সেই জল কোথাও ধরে রাখার প্রয়োজন নেই, শুদ্ধিকরণেরও প্রয়োজন নেই।’ এই পরিষেবা প্রতি বছর পুরীতে আসা কোটি কোটি পর্যটকও উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পর্যটকদের আর জলের বোতল কেনার প্রয়োজন নেই।’

৯ মাসের মধ্যে পুরীর ৪০০ টি জায়গায় এই ট্যাপ লাগানো হচ্ছে। এর ফলে প্লাস্টিকের ব্যবহার কমানো যাবে বলেও মনে করা হচ্ছে। পানীয় জলের জন্য বরাদ্দ বাড়িয়ে ২০০ কোটি থেকে ৪০০০ কোটি করা হচ্ছে বলেও জানানো হয়েছে ওডিশা সরকারের তরফে। তবে বিজেপির দাবি, এটা আসে ভোটের আগে প্রলোভন তৈরি করা হচ্ছে। গেরুয়া শিবিরের অভিযোগ বিজু জনতা দলের শাসনকালে ২১ বছরে ৬৯ শতাংশ পরিবারে পানীয় জল পৌঁছয়নি। আরও পড়ুন: গুলির শব্দ, কাঁদানে গ্যাস, যেন ৬ ঘণ্টার ‘যু্দ্ধ’ চলল অসম-মিজোরাম সীমান্তে

Next Article