চণ্ডীগঢ়: রবিবার পঞ্জাবের (Punjab) মানসা জেলায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস নেতা তথা জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পঞ্জাবের রাজনীতি যথেষ্টই উত্তপ্ত। এবার মুসেওয়ালার ময়নাতদন্ত রিপোর্টে (Post mortem Report) উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পাঁচ সদস্যের চিকিৎসক দল মুসেওয়ালার দেহের ময়নাতদন্তের পর রিপোর্ট জমা করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, মুসেওয়ালার দেহে ২৫ টি গুলির ক্ষতচিহ্ন মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই জনপ্রিয় পঞ্জাবি গায়ক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ২৮ বছর বয়সি মুসেওয়ালা চলতি বছর কংগ্রেসের টিকিটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। রবিবার মানসা দিয়ে নিজের এসইউভি গাড়ি চালিয়ে যাওয়ার সময় মুসেকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।
সোমবারই পঞ্জাব পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছিল, সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় জড়িত সন্দেহে মোট ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এই খুনের ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা উল্লেখ করেছেন, একাধিক গুলি লাগার কারণে মুসেওয়ালার ডানদিকের কব্জি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, কব্জি ছাড়া মুসেওয়ালার পেট ও বুকে সবথেকে বেশি গুলি লেগেছে, এমনকী তাঁর পায়েও দুটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। গুলি লাগার কারণে মুসেওয়ালার শরীরে অভ্যন্তরেও গভীর ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে বলেই খবর। চিকিৎসকরা জানিয়েছেন, ২৫টি গুলির লাগার কারণে লাগাতার যে রক্তক্ষরণ হয়েছে, সেই কারণেও পঞ্জাবি গায়কের মৃত্যু হয়েছে। বিস্তারিত অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষার জন্য ভিসেরা নমুনাও পাঠানো হয়েছে বলেই খবর।
প্রসঙ্গত, সোমবার সকালের মুসেওয়ালার দেহের ময়নাতদন্তের অনুমতি নিয়ে বেঁকে বসেছিল তাঁর পরিবার। মুসেওয়ালা খুনের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়েছিল তারা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে লেখা চিঠিতে মুসেওয়ালার বাবা বলকৌর সিং সিবিআই বা এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিজি ভিকে ভাওরাকে ক্ষমা চাইতে বলেছিলেন। কংগ্রেস নেতা তথা গায়কের মৃত্যুর পিছনে আসলে কারা জড়িত এবং পুলিশি তদন্তে সত্য উদঘাটিত হয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।