মোরেনা: করোনা সংক্রমণ কমাতে রাজ্যজুড়ে চলছে লকডাউন। তারই মাঝে শনিবার ভর-দুপুরে মধ্য প্রদেশের মোরেনায় কমপক্ষে ২৫ জনের মধ্যে গুলির লড়াই চলল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্সীদ্র বয়ানের প্রেক্ষিতে ১১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। কমপক্ষে ২৫ জন বাইকে ছিলেন। তাঁরা ১০০টিরও বেশি গুলি চালিয়েছেন। সেই সময়ই ওই রাস্তা দিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন এক মহিলা। গুলির আঘতে তিনি গুরুতরভাবে জখম হন। ঘটনাস্থলের আশেপাশের বহু বাড়ি ও বাসও গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা গোলাগুলির শব্দ পেয়েই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ চারজনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। পরে এফআইআরের ভিত্তিতে আরও পাঁচজন অর্থাৎ মোট নয়জনকে গ্রেফতার করা হয়।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, শুক্রবারই ওই বাইক গ্যাংয়ের একজনকে অপর গ্যাংয়ের লোকজনেরা মারধর করে সোশ্য়াল মিডিয়ায় এক মহিলা সম্পর্কে কুরুচিকর পোস্টের জন্য। ইতিমধ্যেই সেই অভিযুক্তের নামে পুলিশ তথ্য ও প্রয়ুযক্তি আইনের অধীনে মামলা দায়ের করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাই সিং নরভরিয়া জানান, অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের নিয়মভঙ্গের জন্যও তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৯ লক্ষের বেশি করোনা রোগী, রিপোর্টে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী