করোনা আপডেট: দেশে সংক্রমণ ২৫ হাজারের গণ্ডিতে, ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Sep 14, 2021 | 1:41 PM

Covid Cases: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন।

করোনা আপডেট: দেশে সংক্রমণ ২৫ হাজারের গণ্ডিতে, ওঠা-নামা করছে মৃত্যুর গ্রাফ
প্রতীকী ছবি

Follow Us

নিউ দিল্লি : রাজ্যে আরও কমল সংক্রমণ। এক ধক্কায় ২৫ হাজারে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যু ওঠা-নামা করছে। গতকাল  কম হলেও মঙ্গলবার আবার বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৭ হাজার ২৫৪ জন। এক সপ্তাহ আগেও সংখ্যাটা বেড়ে গিয়ে প্রায় ৪৫ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। এরপর এক ধাক্কায় তা কমে দাঁড়ায় ৩৩ হাজারে। পরপর দু’দিন সংখ্যাটা ৩০ হাজারের নীচেই রইল। আজ আবার সংখ্যাটা কমে দাঁড়াল ২৫ হাজার। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯ জন। গতকাল ছিল ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জন।

তবে গতকালের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা সামান্য কমেছে। আজ সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১২৭ জন। গতকালের পরিসংখ্যান ছিল ৩৭ হাজার ৬৮৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। গতকাল মৃত্যু হয়েছে ২১৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে দেশে কেরল প্রথমে থাকলেও সেই রাজ্যেও কমতে শুরু করছে সংক্রমণ। যেভাবে ক্রমাগত সংক্রমণ বেড়ে ২০ হাজারের গণ্ডি ছুঁয়েছিল ছিল বিষয়টি ভাবাচ্ছিল প্রশাসনকে। এরপর গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় সংক্রমণ কমে ১৫ হাজারের নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৮। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ২৪০ জন। তবে সামান্য বেড়েছে কর্নাটক ও তামিলনাড়ুর আক্রান্তের সংখ্যা। নতুন করে ওই রাজ্যে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৮৭৩ ও ১ হাজার ৫৮০ জন। কর্নাটকে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৫১৭ জনের। তামিলনাড়ুতে ৩৫ হাজার ১৯০ জন।

আক্রান্তের নিরিখে এখনও দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বিগত কিছুদিনের তুলনায় এক ধাক্কায় এই রাজ্যেও নিম্নমুখী সক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০৬ জন। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৮৭ জনের।

এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন। তবে মৃতের সংখ্য়া ২২ হাজারের আশে পাশেই রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লিতে কিন্তু গতকালের তুলনায় কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

দেশে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৮ লাখ ৬৬ হাজার ৯৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গতাকাল ৫৩ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দেশে এখনও পর্যন্ত মোট ৭৫ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৩২৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘বোনটা মরে যাবে কিছু করুন স্যর…’, অফিসারের গাড়ির সামনে শুয়ে পড়েও হল না শেষ রক্ষা

Next Article