নয়া দিল্লি: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে নিউজ়ক্লিক-এর বিরুদ্ধে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি পাঠালেন বিদ্বজনরা। দেশের ২৫৫ জন বিশিষ্টজন মিলিতভাবে এই চিঠি লিখেছেন। চিন থেকে ‘আর্থিক সাহায্য’ নিয়ে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে নিউজ়ক্লিক পোর্টালের বিরুদ্ধে। ওই পোর্টালের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিদ্বজনরা।
রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো ওই চিঠিতে তাঁরা লিখেছেন, “যে ইমেলগুলি প্রকাশ্যে এসেছে, তারপর আর কোনও সন্দেহের অবকাশ থাকে না যে এই ব্যক্তিরা কোনও ‘লিডার’ নন, এরা হলেন আসলে ‘ডিলার’। এঁরা কোনও কলাম লেখক নন।” সঙ্গে চিঠিতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী কার্যকলাপ বন্ধ করতে এখনই পদক্ষেপ করা প্রয়োজন।’ রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো ওই চিঠিতে সই রয়েছে একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতির। সেই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি কে শ্রীধর রাও, অবসরপ্রাপ্ত বিচারপতি এস এন ধিংরা, অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে পালিওয়ালরা। এছাড়া প্রাক্তন আমলা যোগেন্দ্র নারায়ণের সইও রয়েছে ওই চিঠিতে।
মিলিতভাবে পাঠানো ওই চিঠিতে তাঁরা লিখেছেন, যা ঘটেছে, তাতে ভারতীয় হিসেবে তাঁরা ভীষণভাবে ব্যথিত। অভিযোগের সঙ্গে জড়িতদের ‘ভুয়ো খবরের ব্যাপারী’ এবং ‘স্বার্থলোভী লবি’ বলেও কটাক্ষ করেছেন তাঁরা। বিশিষ্টজনরা চিঠিতে লিখেছেন, এই ধরনের দেশ-বিরোধী অ্যাজেন্ডায় তাঁরা ভীষণভাবে দুঃখিত। বিদ্বজনরা আরও লিখেছেন, ‘দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক তদন্তমূলক প্রতিবেদনের গোটা বিষয়টির পর্দাফাঁস হয়েছে। চিনের হয়ে ধনকুবের নেভিল রায় সিংহামের দেওয়া টাকায় নিউজ়ক্লিক নামে ওই পোর্টালটি চলছে।’
‘সংবাদমাধ্যমের স্বাধীনতার’ আড়ালে এই ধরনের অপশক্তি বেড়ে উঠছে বলেও চিঠিতে লিখেছেন তাঁরা। নিউজ়ক্লিকের অফিসে এবং সংস্থার এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থর বাড়িতে যে অতীতে ইডি হানা দিয়েছিল, সেই কথাও চিঠিতে বলেছেন ২৫৫ জন বিশিষ্টজন।