পটনা: ফের রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের তিন থেকে চারটি বগি। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ট্রেনটি অসমের গুয়াহাটির কামাখ্যায় যাচ্ছিল। বক্সার থেকে আরার মধ্যে এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা এখনও স্পষ্ট নয়। হতাহতেরও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখনও অবধি কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
Train Accident
Train Number :12506
North East express
At Raghunathpur (Bihar) please confirmed indian railway and send rescue fast #IndianRailways #NarendraModiji pic.twitter.com/87FQsTY9Fl— RAJU KUMAR SINGH RATHORE (@RAJUKUM74159641) October 11, 2023
ঠিক কটি বগি উল্টে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, উল্টে যাওয়া বগিগুলির মধ্যে একটি জেনারেল কোচ এবং দুটি এসি কোচ আছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অক্ষত আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
North East express train derails near Raghunathpur in #Bihar pic.twitter.com/pY7yxIo6ZY
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) October 11, 2023
এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অক্ষত আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
न संख्या 12506 आनंद विहार कामाख्या नार्थ ईस्ट एक्सप्रेस आनंदविहार से आ रही थी। पांच छह बोगी पटरी से उतरी है। ट्रेन बक्सर से आरा के लिए बढ़ चुकी थी। इस बीच घटना हुई है। #Bihar @RailMinIndia @EasternRailway#Bihar #TrainAccident #NorthEastExpress #NorthEastExpres pic.twitter.com/E2IDQrnGiI
— Ankit (@Ankit90743294) October 11, 2023
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন বক্সারের জেলাশাসকও। ঘটনার যে সকল ছবি ও ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে, প্রাথমিকতভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার ও ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। বহু আহত মানুষকে উল্টে যাওয়া বগি থেকে উদ্ধার করতে দেখা গিয়েছে।