Bihar Rail Accident: বিহারের বক্সারে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের ৩টি বগি

Oct 12, 2023 | 1:48 PM

বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের তিন থেকে চারটি বগি। তার মধ্যে জেনারেল কোচও আছে বলে প্রাথমিকবাবে জানা গিয়েছে। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ট্রেনটি অসমের কামাখ্যা যাচ্ছিল।

Bihar Rail Accident: বিহারের বক্সারে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের ৩টি বগি
দুর্ঘটনর পর উল্টে-পাল্টে পড়ে আছে নর্থ-ইস্ট এক্সপ্রেসের বগিগুলি
Image Credit source: Twitter

Follow Us

পটনা: ফের রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের তিন থেকে চারটি বগি। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ট্রেনটি অসমের গুয়াহাটির কামাখ্যায় যাচ্ছিল। বক্সার থেকে আরার মধ্যে এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা এখনও স্পষ্ট নয়। হতাহতেরও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখনও অবধি কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঠিক কটি বগি উল্টে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, উল্টে যাওয়া বগিগুলির মধ্যে একটি জেনারেল কোচ এবং দুটি এসি কোচ আছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অক্ষত আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।


এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অক্ষত আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন বক্সারের জেলাশাসকও। ঘটনার যে সকল ছবি ও ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে, প্রাথমিকতভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার ও ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। বহু আহত মানুষকে উল্টে যাওয়া বগি থেকে উদ্ধার করতে দেখা গিয়েছে।

Next Article