নয়া দিল্লি: কথায় কথায় প্যারাসিটামল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। জ্বর, সর্দি থেকে মাথা ব্যাথা- সব ক্ষেত্রেই প্যারাসিটামল অব্যর্থ ওষুধ বলে মনে করেন অনেকেই। কিন্তু সেই প্যারাসিটামলই এবার নজরে। সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথরিটি-র তরফে ভারতের বাজারে বিক্রি হয়, এমন বেশ কয়েকটি ওষুধের ওপর নজরদারি চালানো হচ্ছে। এগুলি কতটা সুরক্ষিত, তা দেখার জন্য ট্রায়ালের কথা বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ওষুধগুলো বাজারে বিক্রি হচ্ছে প্রায় তিন দশক ধরে। ২০২১ সালে একটি বিশেষজ্ঞ কমিটি নির্দেশ দিয়েছিল, ১৯৮৮ সালের আগের বেশ কিছু ওষুধ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সেগুলি লাইসেন্স অথরিটির অনুমোদন ছাড়াই বিক্রি শুরু হয়েছিল বাজারে। সেই নির্দেশের ওপর ভিত্তি করেই এই ট্রায়াল চালানো হবে বলে জানা গিয়েছে।
যে ওষুধগুলি নজরে রয়েছে,সেগুলি হল প্যারাসিটামল, ফেনিলফ্রাইন হাইড্রোক্লোরাইড ও ক্যাফেইন অ্যানহাইড্রাস। এই ওষুধগুলি যত রকমের কম্পোজিশনে পাওয়া যায়, সবগুলিই খতিয়ে দেখা হচ্ছে। CDSCO পরামর্শ দিয়েছে কম মাথাব্যাথার জন্য ওষুধ তৈরি করা যেতে পারে। আর সেই ওষুধ পাঁচদিনের বেশি খেতে পারবেন না কেউ।
Indian Journal of Pharmacology- নামে পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে ড. ওয়াই কে গুপ্তা ব্যাখ্যা করেছেন, কোন ওষুধ খাওয়া ভাল আর কোনটা ভাল নয়। সেখানে সেই সব ওষুধকেই ভাল বলা হয়েছে, যেগুলিতে কার্বিডোপা, লেভোডোপা, সালফোনামাইড-এর কম্বিনেশন আছে। আর সেই সব ওষুধকে খারাপ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলি শুধুমাত্র বাণিজ্যের খাতিরে ব্যবহার করা হয়, চিকিৎসায় আদতে কোনও কাজে লাগে না। আরও কিছু ওষুধ আছে, যেগুলির প্রভাব সম্পর্কে কোনও প্রমাণই নেই। এই সব ওষুধও খতিয়ে দেখা হচ্ছে।