দেহরাদুন: সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে পাশ্চাত্যের রীতি-নীতি। তার ভাল দিক যেমন রয়েছে, তেমন খারাপও রয়েছে। বর্তমানে বিয়ের আগেই একসঙ্গে থাকার প্রবণতা বেড়েছে। এই সম্পর্কের পোশাকি নাম “লিভ-ইন” (Live In Partner) । বিবাহিতরা যেমন থাকেন, তেমনই থাকেন, শুধু স্বামী-স্ত্রীর পরিচয় থাকে না এই সম্পর্কে। অনেকেই নিজেদের বাড়িতে লুকিয়ে, বাড়ি মালিকদের কাছে নিজেদের বিবাহিত পরিচয় দিয়ে লিভ ইন সম্পর্কে থাকেন। তবে লুকিয়ে বা মিথ্যা কথা বলে লিভ-ইন সম্পর্কে থাকার দিন শেষ। লিভ-ইন সম্পর্কে থাকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতেই হবে। নিয়ম না মানলে ৬ মাসের জেল, ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তিই পেতে হতে পারে।
এমনটাই কড়া নিয়ম আনছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবারই বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code)। এই প্রস্তাবনা আইনে পরিণত হলেই লিভ-ইন সম্পর্কের জন্য ডিক্লেরেশন বা ঘোষণা করতে হবে।
লিভ-ইন সম্পর্কের বিবৃতি স্থানীয় থানায় অফিসার ইনচার্জের কাছে পাঠানো হবে। সেই বিবৃতির ভিত্তিতে তথ্য যাচাই বা ভেরিফিকেশন হবে। যদি তথ্য মিথ্যা হয়, তবে পুলিশ যথাযথ পদক্ষেপ করবে।
তবে লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। যদি সম্পর্কে থাকা কেউ ‘নিষিদ্ধ সম্পর্কে’ থাকেন, তবে তা লিভ-ইন সম্পর্ক হিসাবে রেজিস্টার করা হবে না। এখানে নিষিদ্ধ সম্পর্ক বলতে পারিবারিক যোগ, যা আইনত বিয়ে বা শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করে, সেগুলি বোঝানো হয়েছে। সহজ কথায় বলতে গেলে, রক্তের সম্পর্ক রয়েছে, এমন কারোর সঙ্গে লিভ-ইনে থাকলে, তা নিষিদ্ধ সম্পর্ক হিসাবে গণ্য করা হবে।
ইচ্ছে হলেই ব্রেক আপ আর তাতেই সম্পর্কে ইতি-তা হবে না লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে। লিভ-ইন সম্পর্ক ভাঙার জন্য উভয় সঙ্গী বা একজনকে রেজিস্ট্রারারের কাছে লিখিত বিবৃতি জমা দিতে হবে। পাশাপাশি ওই বিবৃতির একটি কপি প্রাক্তন সঙ্গী বা সঙ্গীনীকেও দিতে হবে।