মুম্বই: নম্র ব্যবহার, শান্ত স্বরের স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত তিনি। তাঁর গলাতেই শোনা গেল আক্ষেপের সুর। বললেন, “যারা ভাল কাজ করে, তারা কখনওই যোগ্য সম্মান পান না”। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari) দেশের সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকতে চান ব্যক্তিগত স্বার্থে। এভাবে মতাদর্শের অবনতি হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একদমই ভাল নয়।
মঙ্গলবার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানেই অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী। সেখানেই তিনি রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “অনেক সুবিধাবাদী নেতাই বারেবারে দল বা নীতি পরিবর্তন করেন ব্যক্তিগত স্বার্থে। তারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকতে চান। এই মতাদর্শের অবনতি গণতন্ত্রের জন্য মোটেই ভাল নয়। এমন অনেক নেতাও আছেন, যারা নিজেদের মতাদর্শে অটল থাকেন। তবে তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে।”
কারোর নাম উল্লেখ না করেই তিনি বলেন, “আমি মজা করে সবসময় বলি, যে দলেরই সরকার হোক না কেন, যে ভাল কাজ করেন, তিনি কখনও সম্মান পান না। আর যারা বাজে কাজ করেন, তাদের কখনও শাস্তি পেতে হয় না।”
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আলোচনা বা বিতর্কে মতামতের ফারাক সমস্যা নয়, আমাদের সমস্যা হল চিন্তাভাবনার অভাব। নীতিগত অবক্ষয় গণতন্ত্রের জন্য ভাল নয়। কোনও ডানপন্থী বা বামপন্থী নয়, আমাদের (রাজনৈতিক নেতাদের) অনেকেই সুবিধাবাদী বলেন। তারা যেকোনভাবে সরকারের সঙ্গে যুক্ত থাকতে চান।”
ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করে নিতিন গড়করী বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের দেশ। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ভারত হল গণতন্ত্রের জনকদাতা। আর এই বিশেষত্বের কারণেই আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বের কাছে উদাহরণ।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক নেতারা আসবে-যাবে কিন্তু তারা নিজেদের কেন্দ্রে যে কাজ করবেন, তা-ই দিনের শেষে গুরুত্ব রাখবে এবং তাদের সম্মান এনে দেবে। প্রচার ও জনপ্রিয়তা প্রয়োজনীয় কিন্তু সংসদে কী বক্তব্য রাখছেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তিনি নিজের কেন্দ্রে জনগণের জন্য কী কাজ করছেন।”