মুম্বই: মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে রবিবার দুপুর ১টা নাগাদ আগুন লাগে। হোটেলের তৃতীয় তলে আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেও প্রাণহানির ঘটনা এড়ানো যায়নি। হোটেলে আগুন লাগার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার ওই হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করেন। আগুনের জেরে হোটেলে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। হোটেলের আগুনও নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে দমকলের তরফে।
#WATCH | Maharashtra: Three people dead and two injured in a fire that broke out in the Galaxy Hotel in the Santacruz area of Mumbai: Mumbai Police https://t.co/XCgELU5YKe pic.twitter.com/PZhty0OWPZ
— ANI (@ANI) August 27, 2023
কী থেকে ওই হোটেলে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ এবং দমকল। ওই হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।