Nitish Kumar: ‘আমার নিজের কোনও ইচ্ছা নেই…’, ইন্ডিয়া জোটে পদ প্রসঙ্গে মন্তব্য নীতীশের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 27, 2023 | 5:48 PM

Nitish Kumar: পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি আশা করছি, ২০২৪ লোকসভা ভোটের আগে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল একজোট হোক। আমি কেবল নির্দেশ মোতাবেক কাজ করব।"

Nitish Kumar: আমার নিজের কোনও ইচ্ছা নেই..., ইন্ডিয়া জোটে পদ প্রসঙ্গে মন্তব্য নীতীশের
নীতীশ কুমার। ফাইল ছবি।

Follow Us

পটনা: কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে NDA-র বিরুদ্ধে জোট গড়ার অন্যতম কারিগর JD(U) নেতা নীতীশ কুমার। তাঁর একমাত্র লক্ষ্য, কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করা। তাই নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে এবং নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী হলেও পদের ব্যাপারে নিজের কোনও ইচ্ছা নেই। রবিবার যখন জোট ছাড়াই অশোক গেহলট কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল গান্ধীর নাম তুলে ধরেন, তখন বিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন নীতীশ কুমার। ইন্ডিয়া জোটে সর্বোচ্চ সংখ্যক দল যোগদানই তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানান জেডি(ইউ) প্রধান। এনডিএ-র শরিক দল ভাঞ্চিত বহুজন আঘাদি (VBA) ইন্ডিয়া জোটে যোগ দিতে ইচ্ছুক বলে ইতিমধ্যে জানিয়েছেন দলের প্রধান।

আগামী ৩১ অগস্ট মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়তে শুরু করেছে অবিজেপি দলগুলির মধ্যে। বিশেষত, কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল গান্ধীর নাম অশোক গেহলট ঘোষণা করার পর থেকে ইন্ডিয়া জোটের অন্দরে ফাটল দেখা দেবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষত, যেখানে জোট গড়ার অন্যতম কাণ্ডারি নীতীশ কুমার, তাঁর এই ঘোষণায় প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে নীতীশ কুমার নিজেই সব জল্পনায় জল ঢেলে দেন। এদিন পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি আশা করছি, ২০২৪ লোকসভা ভোটের আগে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল একজোট হোক। আমি কেবল নির্দেশ মোতাবেক কাজ করব। আমার নিজের কোনও ইচ্ছা নেই।”

মুম্বইয়ের বৈঠকে জোটের লোগো, রণকৌশল স্থির করা থেকে আসন ভাগাভাগি- বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে স্পষ্ট করে দেন নীতীশ কুমার। তাঁর কথায়, “মুম্বইয়ে আসন্ন বৈঠকে আগামী বছরের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের রণকৌশল নিয়ে আমরা আলোচনা করব। আসন ভাগাভাগি-সহ অন্যান্য এজেন্ডা নিয়েও আলোচনা হবে এবং সমস্ত বিষয়টি আমরা চূড়ান্ত করব।” অর্থাৎ মুম্বইয়ের বৈঠক ইন্ডিয়া জোটের কাছে যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলা বাহুল্য। শুধু তাই নয়, মুম্বইয়ের বৈঠকে আরও কিছু দল ইন্ডিয়া জোটে যোগ দেবেন বলে দাবি নীতীশ কুমারের।

নীতীশ কুমারের এই দাবি একেবারে অমূলক নয়। ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন ভাঞ্চিত বহুজন আঘাদি (VBA) প্রধান প্রকাশ আম্বেদকর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আমাদের আমন্ত্রণ জানানো হয়, তাহলে আমরা ইন্ডিয়া জোটে যোগদান করব। বিজেপিকে পরাজিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে আমরা ইন্ডিয়া জোটে যোগ দিতে ইচ্ছুক।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েইসির দল AIMIM-এর সঙ্গে জোট করেছিল VBA এবং এই জোট ৭.৬৫ শতাংশ ভোট পেয়েছিল। ৭টি আসন পেয়েছিল VBA। স্বাভাবিকভআবেই এনডিএ-র ভোট মার্জিন বাড়াতে সাহায্য করেছিল VBA। তাই VBA যদি ইন্ডিয়া জোটে যোগ দেয়, স্বাভাবিকভাবেই বিরোধীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে।

Next Article