নয়া দিল্লি: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির হয়েছে টিভি-৯ নেটওয়ার্ক। প্রধান অতিথি হিসাবে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজ্ঞান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রাজনীতি থেকে প্রশাসন, অর্থনীতি থেকে স্বাস্থ্য, সংস্কৃতি থেকে ক্রীড়া জগত, সব তারকাদেরই উজ্জ্বল উপস্থিতি থাকতে চলেছে এই অনুষ্ঠানে। ২৫ ফেব্রুয়ারি থেকে নয়া দিল্লিতে শুরু হতে চলা এই অনুষ্ঠান চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অনুষ্ঠানে এবার দীর্ঘ সময় ধরে আলোচনা হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি নিয়ে। সেই উন্নয়ন জোয়ারে কীভাবে পা গলাতে পারে ভারত তা নিয়েও মত প্রকাশ করবেন তাবড় তাবড় সহ এআই বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এর নেতিবাচক দিকের দিকেও আলোকপাত করবেন তাঁরা।
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিস্তারিত কথা বলবেন ডাঃ শৈলেশ কুমার। তিনি বর্তমানে রিলায়েন্স জিও-এর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-এর চিফ ডেটা সায়েন্টিস্ট পদে কাজ করছেন। রিলায়েন্স জিও তার নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রোগ্রাম তৈরি করছে। ডঃ শৈলেশের ২০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণাপত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও তার হাতে ২০টি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং পেটেন্ট আছে বলেও জানা যাচ্ছে। এর আগে তিনি ক্যাবসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পাশাপাশি তিনি থার্ড লিপ এবং এডটেক স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতাও।
কনক্লেভে থাকছেন স্যামসাং রিসার্চের এআই ভিশনের ডিরেক্টর অলোক শুক্লা। অত্যাধুনিক ক্যামেরায় AI ব্যবহার, গবেষণার জন্য পরিচিতি রয়েছে তাঁর। Galaxy Z Fold4 এর ডিসপ্লের ভিতরে তাঁর দেওয়া ক্যামেরাটি তাঁর দক্ষতার চিহ্ন বহন করে চলেছে। ভারতে এআই ভিশন সলিউশন টিমের নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়াও, এআই ইমেজ পুনরুদ্ধারের ক্ষেত্রে অ্যালগরিদম সংক্রান্ত গবেষণা নিয়েও তাঁর বিস্তর কাজ রয়েছে।
থাকছেন আরও এক বিখ্য়াত এআই গবেষক তথা স্ট্যানফোর্ডের অধ্যাপক ডঃ অনুরাগ মৈরাল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বায়োটেকনোলজির বিশিষ্ট অধ্যাপক হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। একজন বিজ্ঞানীর সীমাবদ্ধতার বাইরে গিয়েও ডাঃ অনুরাগ এআই এবং বায়োটেককে একত্রিত করে স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশগত বিষয়েক ক্ষেত্রে কাজ করেছেন। তার দুর্দান্ত কর্মজীবনে তাঁর অবদান ওষুধ নিয়ে এবং বায়োইনফরমেটিক্সকে চিত্তাকর্ষক অগ্রগতির দিকে নিয়ে গিয়েছে।