‘মাত্র তিন ঘণ্টার অক্সিজেন বাকি আছে’, হাসপাতালের বেডে শুয়ে বলছেন খোদ বিধায়ক

Apr 22, 2021 | 8:48 PM

দেশ জুড়ে শুধুই আতঙ্কের ছবি। প্রত্যেক দিন লক্ষাধিক মানুষের করোনা (COVID 19) আক্রান্ত হওয়ার খবর আসছে। বাড়ছে মৃত্যুও।

মাত্র তিন ঘণ্টার অক্সিজেন বাকি আছে, হাসপাতালের বেডে শুয়ে বলছেন খোদ বিধায়ক

Follow Us

নয়া দিল্লি: করোনার গ্রাফ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে ততই দেশজুড়ে নানা হৃদয়বিদারক ছবি সামনে আসছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে মৃত্যু মিছিল। বেড কিংবা অক্সিজেনের (Oxygen) জন্য কার্যত হাহাকার চলছে দেশের সব রাজ্যে। আর হাসপাতালের বেডে শুয়ে আপ বিধায়ক (AAP MLA) যে বার্তা দিলেন তা কার্যত আঁতকে ওঠার মতো।

তাঁর মুখে লাগানো অক্সিজেন মাস্ক, কোভিড আক্রান্ত হয়ে রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন তিনি। আর সেই অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেতা তথা বিধায়ক সৌরভ ভরদ্বাজ। সেখান থেকে তিনি জানিয়েছেন, এই হাসপাতালে আর মাত্র তিন ঘন্টার অক্সিজেন বাকি আছে। অবিলম্বে অক্সিজেনের ব্যবস্থা করার জন্য তিনি আর্জি জানিয়েছেন কেন্দ্র এবং হরিয়ানা সরকারের কাছে।

হাসপাতালের বেডে শুয়ে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘যে হাসপাতালে আমি ভর্তি আছি সেখানে আর মাত্র তিন ঘন্টা অক্সিজেন পড়ে আছে। যে মুহূর্তে আমি মুখ থেকে এই অক্সিজেন মাস্ক সরিয়ে দেব, আমার মনে হবে যেন একজন সাঁতার আর না জানা ব্যক্তিকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর সে একটু নিঃশ্বাস নেয়ার জন্য হাতড়াচ্ছে।’ হরিয়ানা সরকারকে অক্সিজেন জোগান দেওয়ার ব্যবস্থা করার জন্য কাতর আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ‘বহু মানুষ অক্সিজেনের জন্য বেঁচে আছে, অক্সিজেন না দিলে জল ছাড়া মাছের মত ছটফট করতে করতে মরে যাবে তারা।’

আরও পড়ুন: ‘একই ভ্যাকসিনের তিনরকম দাম!’ ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার

দিল্লিতে অক্সিজেনের অভাব অবশ্য প্রকাশ্যে এসেছে আগেই। এমনকি কোনও কোনও হাসপাতালে আর কোনও অক্সিজেনই নেই বলে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। বৃহস্পতিবারই এই অক্সিজেনের যোগান দেওয়ার বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভাবে দ্রুত অক্সিজেন উৎপাদন করা যায় ও বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেছেন তিনি। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে  দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মোদী।

Next Article