Medical Negligence: অ্যাম্বুল্যান্সের জন্য ৩ ঘণ্টা দাঁড়িয়ে, মায়ের কোলেই মৃত্যু ৬ মাসের শিশুর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 29, 2023 | 8:37 PM

Madhya Pradesh: জানা গিয়েছে, অসুস্থ হওয়ায় ওই শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল ইন্দ্রগড় সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর ওই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন সেখানকার চিকিৎসকরা ওই শিশুকে দাতিয়া সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু অ্যাম্বুল্যান্সের জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল বলে অভিযোগ।

Medical Negligence: অ্যাম্বুল্যান্সের জন্য ৩ ঘণ্টা দাঁড়িয়ে, মায়ের কোলেই মৃত্যু ৬ মাসের শিশুর
প্রতীকী চিত্র

Follow Us

দাতিয়া: ৬ মাসের শিশু অসুস্থ হয়েছিলেন। তার মা সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৬ মাসের শিশুকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। হাসপাতালের সেই অ্যাম্বুল্যান্সের জন্যই অপেক্ষা করছিলেন ওই শিশুর মা। অভিযোগ, খবর দেওয়ার তিন ঘণ্টা পর আসে অ্যাম্বুল্যান্স। এই দেরির জেরে মায়ের কোলেই মৃত্যু হয় ৬ মাসের শিশুর। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের দাতিয়ায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সরকারি চিকিৎসা পরিষেবার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিজনেরা। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সে জেলার প্রশাসন।

জানা গিয়েছে, অসুস্থ হওয়ায় ওই শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল ইন্দ্রগড় সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর ওই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন সেখানকার চিকিৎসকরা ওই শিশুকে দাতিয়া সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু অ্যাম্বুল্যান্সের জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল বলে অভিযোগ। মৃত শিশুর মায়ের অভিযোগ, হাসপাতাল চত্বরেই ছিল অ্যাম্বুল্যান্স। কিন্তু তাতে জ্বালানি নেই বলে জানানো হয়েছিল তাঁকে। স্থানীয় বিধায়কের ফান্ডে কেনা সেই অ্যাম্বুল্যান্স তিন ঘণ্টা পর নিয়ে যায় শিশুকে। সে সময়ই মায়ের কোলে মৃত্যুতে ঢলে পড়ে ওই শিশু। সন্তানের মৃত্যুর জন্য দেরি করে অ্যাম্বুল্যান্স আসাকেই দায়ী করেছেন মৃতের মা।

ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলার প্রধান মেডিক্যাল অফিসার এবং এক পুলিশ অফিসারের দল গঠন করা হয়েছে ঘটনার তদন্তের জন্য। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সেখানকার মেডিক্যাল অফিসার।

Next Article