Cable-stayed Rail Bridge: দেশের প্রথম কেবল রেলসেতু প্রস্তুত, ভিডিয়ো পোস্ট রেলমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 29, 2023 | 8:37 PM

রেলমন্ত্রীর টুইট-ভিডিয়োটিতে অঞ্জি খাড় কেবল রেলসেতুর ভিডিয়োটিতে একেবারে কোণা-কোণা থেকে কী ভাবে ৯৬টি কেবল দিয়ে বাঁধা গোটা সেতুটি, তা তুলে ধরা হয়েছে।

Cable-stayed Rail Bridge: দেশের প্রথম কেবল রেলসেতু প্রস্তুত, ভিডিয়ো পোস্ট রেলমন্ত্রীর
দেশের প্রথম কেবল রেল সেতু।

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় রেলের মুকুটে আরও একটি পালক। দেশের প্রথম কেবল রেলসেতু, অঞ্জি খাড় ব্রিজের (Anji Khad Bridge) কাজ সম্পূর্ণ। এবার এই কেবল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা! ইতিমধ্যে এই সেতুর ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন রেলমন্ত্রী (Rail Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ৬৫৩ কিলোমিটার দীর্ঘ কেবল দিয়ে তৈরি রেলসেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। তাঁর সেই টুইট-ভিডিয়োটি চমৎকার বলে পাল্টা রি-টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

রেলমন্ত্রীর টুইট-ভিডিয়োটিতে অঞ্জি খাড় কেবল রেলসেতুর ভিডিয়োটিতে একেবারে কোণা-কোণা থেকে কী ভাবে ৯৬টি কেবল দিয়ে বাঁধা গোটা সেতুটি, তা তুলে ধরা হয়েছে। প্রতিটি কেবল সেতুর প্রথম থেকে শেষ পর্যন্ত বাঁধা রয়েছে, সেটিও ভিডিয়োতে দেখানো হয়েছে। বিভিন্ন দিক, এমনকি উপর ও নীচে থেকেও সেতুটির ছবি তুলে ধরা হয়েছে ভিডিয়োটিতে। অঞ্জি খাড় সেতুর ভিডিয়ো পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিরোনামে লিখেছেন, “১১ মাসে ভারতের প্রথম কেবল রেল সেতুর প্রস্তুত। মোট ৯৬টি কেবল রয়েছে অঞ্জি খাড় ব্রিজে। কেবলের মোট দৈর্ঘ্য ৬৫৩ কিলোমিটার।”

রেলমন্ত্রীর পোস্ট করা কেবল রেলসেতুর টুইট-ভিডিয়োটি ধরে রি-টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চমৎকার’।

ভারতীয় রেলওয়ের উদমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগ (USBRL) প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় নির্মিত অঞ্জি খাড় কেবল সেতুটি নির্মাণ করা হয়েছে। এটিই দেশের প্রথম কেবল রেলসেতু। এটি কাটরা থেকে বানিহালের মধ্যে সংযোগ স্থাপন করেছে। উন্নতমানের প্রযুক্তিতে নির্মিত এই ব্রিজটির উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে এবং ভূমিকম্পেও ব্রিজটির কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।a

Next Article