Rahul Gandhi: রায়ে স্থগিতাদেশ না দিলে রাহুলের ৮ বছর রাজনৈতিক জীবন নষ্ট হবে, আদালতে সওয়াল সিংভির

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 29, 2023 | 8:19 PM

সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর হয়ে মামলা লড়ছেন সিনিয়ার অ্যাডভোকেট তথা প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

Rahul Gandhi: রায়ে স্থগিতাদেশ না দিলে রাহুলের ৮ বছর রাজনৈতিক জীবন নষ্ট হবে, আদালতে সওয়াল সিংভির
গুজরাট হাইকোর্টে রাহুল গান্ধীর হয়ে সওয়াল অভিষেক মনু সিংভির।

Follow Us

আহমেদাবাদ: রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের যে রায় সুরাট আদালত দিয়েছে, সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি (Rahul Gandhi)। গুজরাট হাইকোর্ট যদি নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ না দেয়, সুরাট আদালতের রায় বহাল রাখে, তাহলে রাহুল গান্ধীর রাজনৈতিক জীবনের ৮টি বছর নষ্ট হবে। সুরাট আদালতের রায় খারিজের আবেদন জানিয়ে শনিবার গুজরাট হাইকোর্টে এমনটাই জানালেন সিনিয়ার অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)।

এদিন গুজরাট হাইকোর্টে বিচারপতি হেমন্ত এম. প্রচ্ছকের বেঞ্চে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি সুরাট আদালতের রায় স্থগিতাদেশের আবেদন জানিয়ে বলেছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা গুরুতর নয় বা নৈতিক স্খলনের সঙ্গে জড়িত নয় এবং তাই দোষী সাব্যস্ত হওয়ায় স্থগিতাদেশ দেওয়া উচিত। এপ্রসঙ্গে নভজ্যোৎ সিং সিধুর প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, সিধুকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা হলেও তাঁর সাজা স্থগিত করা হয়। ধর্ষণ, হত্যা এবং অপহরণের মামলাগুলি আদালত দ্বারা উদ্ধৃত করা হয়েছে। এক্ষেত্রে, কোনও গুরুতর মামলা নেই বা নৈতিক স্খলন জড়িত নয় এবং এখনও দোষী সাব্যস্ত হওয়া স্থগিত করা হয়নি। এক্ষেত্রে কোনও গুরুতর মামলা নেই বা নৈতিক স্খলন জড়িত নয়। এটা অ-বিচার্য, জামিনযোগ্য এবং অ-গুরুতর অপরাধ বলেও আদালতে উল্লেখ করে অভিষেক মনু সিংভি বলেন, এই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা উচিত।

এরপরই রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারের প্রসঙ্গ তুলে আইনজীবী অভিষেক মনু সিংভি গুজরাট হাইকোর্টে জানান, যদি মানহানি মামলায় নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি না হয়, তাহলে তাঁর (রাহুল গান্ধীর) কেবল সাংসদ জীবনের উপর প্রভাব পড়বে না, এর সঙ্গে তাঁর সংসদীয় কেন্দ্রের জনগণেরও স্বার্থ জড়িত রয়েছে, তাঁদের উপরও পরোক্ষ প্রভাব পড়বে। তাঁদের হয়ে সংসদে কথা বলার কেউ থাকবে না। আর যদি ৫-৬ মাস পর রাহুল গান্ধীর আবেদন মঞ্জুর হয়, সেক্ষেত্রেও তিনি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না বলেও আদালতে জানিয়েছেন প্রবীণ আইনজীবী। তাই দ্রুত সামগ্রিক বিষয়টি বিবেচনা করার জন্য গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক মনু সিংভি। এদিন অবশ্য আদালত কোনও প্রতিক্রিয়া জানায়নি। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কের জেরে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাট আদালত। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। তবে সুরাট আদালতের এই রায়ের জেরে ইতিমধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর হয়ে মামলা লড়ছেন সিনিয়ার অ্যাডভোকেট তথা প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

Next Article