মাও-জঙ্গি হামলায় রক্ত ঝরল সেনার, দুই প্রান্তে শহিদ ৩ জওয়ান

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 20, 2021 | 11:29 PM

দেশের দুই প্রান্তে হামলার জেরে একই দিনে প্রাণ হারালেন ভারতীয় সেনার তিন জওয়ান।

মাও-জঙ্গি হামলায় রক্ত ঝরল সেনার, দুই প্রান্তে শহিদ ৩ জওয়ান
বাঁ-দিক থেকে: গুরুমুখ সিং, সুধাকর শিন্দে, লাভপ্রীত সিং

Follow Us

নয়া দিল্লি: একদিকে জঙ্গি, অন্যদিকে মাওবাদী। দেশের দুই প্রান্তে হামলার জেরে একই দিনে প্রাণ হারালেন ভারতীয় সেনার তিন জওয়ান। প্রথম হামলাটি ঘটে ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায়। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ মাও উপদ্রুত এলাকায় পেট্রোলিং চালানোর সময় আচমকাই গুলি বৃষ্টি হয় জওয়ানদের উপর। পাল্টা গুলি ছোড়ে সেনাও। বেশ কিছুক্ষণ পর থেমে যায় গুলির লড়াই। মাওবাদীদের গুলি লেগে শহিদ হন অ্যাসিসটেন্ট কমান্ডর সুধাকর শিন্দে ও এএসআই গুরুমুখ সিং।

সূত্রের খবর, আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন শহিদ দুই জওয়ান। দুপুরে নিয়ম মাফিক টহল দিতে বেরোলে সেনা ছাউনির প্রায় ৬০০ মিটার অদূরে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাওবাদীরা। পাল্টা হামলা চালালেও খুব বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি দুই জওয়ান। সংখ্যায়ও ভারী ছিল মাওবাদীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলার পর দুই সেনা জওয়ানের থেকে দুটি বুলেট প্রুফ জ্যাকেট, একটি একে ৪৭ বন্দুক ও একটি ওয়ারলেস সেট নিয়ে পালাও মাওবাদীরা। এরপর ঘটনাস্থলে গিয়ে শহিদ দুই জওয়ানের দেহ উদ্ধার করেন বাকি সদস্যরা।

অন্যদিকে, শুক্রবার দ্বিতীয় ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের পিরপাঞ্জাল রেঞ্জের পুঞ্চ সেক্টরে। দুপুর ১ টা ১৫ নাগাদ পাহাড়ি উচ্চতায় দিকনির্দেশ করে এগিয়ে যাওয়ার সময় এক জওয়ানকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে প্রায় ৪০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে বছর ২৩-এর সেপাই লাভপ্রীত সিং। ঘটনাস্থলেই সে শহিদ হয়। পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা লাভপ্রীতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আরও পড়ুন: গর্বের মুহূর্ত: বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন তৈরি করল ভারত, ১২ উর্ধ্বদের টিকাকরণ শুরু শীঘ্রই

Next Article