নয়া দিল্লি: বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। ফলে শীঘ্রই ১২ উর্ধ্বদের টিকাকরণ দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা প্রবল হয়েছে। এই ভ্যাকসিনের আরেকটি বিশেষত্ব হল, তা প্রয়োগ করতে সূচ ফোটাতে হবে না। এবং তিনটি ডোজ়ের মাধ্যমে তা প্রয়োগ করতে হবে। জ়্যাইকভ-ডি নামক ভ্যাকসিনটি গড়ে তুলেছে ভারতীয় ওষুধ নির্মাণকারী সংস্থা জ়াইডাস ক্যাডিলা। ভারতে অনুমোদন পাওয়া ষষ্ঠ ভ্যাকসিন হতে চলেছে এটি।
প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বছরে কমপক্ষে ১০ থেকে ১২ কোটি ডোজ় টিকা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে। ইতিমধ্যেই বড় আকারে উৎপাদন শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে দেখা গিয়েছে, সূচ-বিহীন এই ভ্যাকসিনের কার্যকারিতার হার ৬৬.৬ শতাংশ।
জ়্যাইকভ-ডি বিশ্বের প্রথম ভ্যাকসিন হতে চলেছে যা করোনা ভাইরাসের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। শরীরে প্রবেশ করার পর এটি হয় ডিএনএ অথবা আরএনএ হিসেবে নির্দেশ দেয় একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য। সেই প্রোটিন তৈরি হওয়ার পরই শরীরের প্রতিরোধ শক্তি তাকে চিহ্নিত করে ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করে।
কোভ্যাক্সিনের পর জ়্যাইডাস ক্যাডিলার জ়্যাইকভ-ডি দ্বিতীয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা হতে চলেছে। একই সঙ্গে প্রয়োগ করার জন্য সূচের ব্যবহার লাগবে না, করোনা টিকার ক্ষেত্রে এমন প্রযুক্তিও প্রথমবার দেখতে চলেছে দেশ। আরও আনন্দের বিষয় হল, জুলাই মাসেই ট্রায়াল রিপোর্টে আরেকটা বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। তা হল- গোটা বিশ্বকে এই মুহূর্তে করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট সবথেকে বেশি দুশ্চিন্তায় রেখেছে, তাই বিরুদ্ধেও এই ভ্যাকসিন সফলভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, শীঘ্রই ভারতে শিশুদের জন্য করোনা টিকা মিলবে। ভারত বায়োটেক ও জ়াইডাস ক্যাডিলার মতো সংস্থায় ইতিমধ্যেই শিশুদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এই ট্রায়ালের ফলাফল পাওয়া যাবে। তার ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে। গতমাসে দিল্লির এইমসের প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়াও জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই দেশে শিশুদের টিকাকরণের জন্য দুটি ভ্যাকসিনের অনুমোদন মিলতে পারে। শিশুদের টিকাকরণ শুরু হয়ে গেলে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আরও সুবিধা হবে বলেই জানান তিনি। আরও পড়ুন: জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেল জ়াইডাস ক্যাডিলা, সূচ-বিহীন প্রথম ভ্যাকসিন পাবে ভারত!