Delhi High Court: মায়ের সংস্পর্শ থেকে বঞ্চিত হচ্ছি! মায়ের ছুটি চেয়ে আদালতে দ্বারস্থ তিন মাসের দুধের শিশু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 07, 2022 | 6:12 AM

Delhi High Court: সার্ভিস রুল অনুসারে ছুটি দিতে অস্বীকার করেছে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই মামলায় ফের জবাব তলব করল আদালত।

Delhi High Court: মায়ের সংস্পর্শ থেকে বঞ্চিত হচ্ছি!  মায়ের ছুটি চেয়ে আদালতে দ্বারস্থ তিন মাসের দুধের শিশু
দিল্লি আদালতে আবেদন শিশুর

Follow Us

নয়া দিল্লি : কেন একজন মহিলাকে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করা হল, সেই প্রশ্নের জবাব তলব করল দিল্লি হাই কোর্ট। নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মরত এক মহিলা সন্তান ধারনের পর মাতৃত্বকালীন ছুটি পাননি। সন্তানের বয়স তিন মাস হয়ে গেলেও এখনও কোনও ছুটি পাননি তিনি। মায়ের ছুটির জন্য এবার তাই আদালতে আবেদন জানাল সেই তিন মাসের সন্তান। সংস্থা ছুটি না দেওয়ায় প্রতিনিয়ত মায়ের আদর-যত্ন থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে। তাই আদালতে আবেদন জানানো হয়। আগেই এই মামলায় কর্পোরেশনের কাছে জবাব চাওয়া হয়েছিল। আর এবার জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হল। ২৫ হাজার টাকার বিনিময়ে ফের একবার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

দিল্লি হাই কোর্টে বিচারপতি নাজমি ওয়াজিরি ও বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলার শুনানি। আবেদনকারীর বয়স বিবেচনা করে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিচারপতিরা। গত ৩ মার্চও আদালত কর্পোরেশনের কাছে জবাব তলব করেছিল। তাতে কোনও উত্তর আসেনি। আগামী দু সপ্তাহের মধ্যেই ফের জবাব দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে জবাব না দিলে আর জবাব দেওয়ার কোনও সুযোগ পাওয়া যাবে না বলে জানিয়েছে আদালত।

আবেদনকারীর দাবি, একজন মা-কে ছুটি না দিয়ে সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে। সন্তানকে এ ভাবে মায়ের যত্ন থেকে বঞ্চিত করা সংবিধান বিরোধী বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে কর্পোরেশনের দাবি সিভিল সার্ভিস রুল অনুযায়ী, দুই বা তার কম সন্তান থাকলে তবে দেওয়া হয় ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। এ ক্ষেত্রে আবেদনকারী তার মায়ের তৃতীয় সন্তান। আর সেটাই ছুটি না দেওয়ার যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অবিলম্বে ২৫ হাজার টাকা জমা দিয়ে আদালতে জবাব দিতে বলা হয়েছে। আর ওই ২৫ হাজার টাকা দিতে হবে ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট-কে। ওই টাকায় গাছ লাগানোর নির্দেশ দিয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে গাছ লাগিয়ে সেই ছবি জমা দিতে হবে আদালতে।

Next Article