Madhya Pradesh: বিয়ের শোভাযাত্রায় মদ খাওয়া নিয়ে বচসা! ছুরিতে আহত তিন যুবক
শনিবার রাতে ইন্দোরের ক্লার্ক কলোনি থেকে বাদি গ্বালতলি এলাকায় যাচ্ছিল বিয়ের শোভাযাত্রা। বিয়ে বাড়ির লোকেরা নাচতে নাচতে যাচ্ছিলেন সেই শোভাযাত্রায়। যাওয়ার পথে পালাসিয়া এলাকায় ঘটনা দুর্ঘটনা। সেখানে কেশব সিলাওয়াট, অভিষেক ধীমান এবং লাকি বোরাসি নামের তিন যুবক আহত যুবকদের থেকে মদ খাওয়ার টাকা চান বলে অভিযোগ।
ইন্দোর: বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল মধ্য প্রদেশের ইন্দোর শহরে। কিন্তু সেই শোভাযাত্রায় ঘটল বিপত্তি। মদ খাওয়া নিয়ে শোভাযাত্রায় বচসা শুরু হয় কয়েক জন যুবকের মধ্যে। অভিযোগ, কয়েক জন যুবক মদ খাওয়ার জন্য টাকা চান। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তিন যুবক। এর পরই ওই যুবকদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থেকে হাতাহাতিও বেধে যায়। সে সময়ই এক যুবক ছুরি বের করে মারতে থাকেন তিন যুবককে। ছুরির আঘাতে ওই তিন যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্তরাও পলাতক। তবে ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
শনিবার রাতে ইন্দোরের ক্লার্ক কলোনি থেকে বাদি গ্বালতলি এলাকায় যাচ্ছিল বিয়ের শোভাযাত্রা। বিয়ে বাড়ির লোকেরা নাচতে নাচতে যাচ্ছিলেন সেই শোভাযাত্রায়। যাওয়ার পথে পালাসিয়া এলাকায় ঘটনা দুর্ঘটনা। সেখানে কেশব সিলাওয়াট, অভিষেক ধীমান এবং লাকি বোরাসি নামের তিন যুবক আহত যুবকদের থেকে মদ খাওয়ার টাকা চান বলে অভিযোগ। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন ওই তিন যুবক। এ নিয়েই শুরু হয় বচসা। অভিযুক্তরা মারতে শুরু করেন বলে অভিযোগ। এর পরই এক অভিযুক্ত তিন যুবককে শরীরে ছুরি চালিয়ে দেন।
ঘটনা নিয়ে পালাসিয়া থানার স্টেশন হাউস অফিসার সঞ্জয় বিয়াস জানিয়েছেন, ছুরি মেরেই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্তরা। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।