Delhi University: এবার দিল্লি বিশ্ববিদ্যালয়েই মিলবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, প্রথম বছরে ৩৬০ আসনে ভর্তির সুযোগ

B-Tech: আসন্ন শিক্ষাবর্ষে বি-টেক-এর জন্য বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬০টি আসন রয়েছে। যাঁরা JEE মেইনস পরীক্ষার মাধ্যমে ৪ বছরের বি-টেক পড়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। অর্থাৎ বি-টেক কোর্সে যে আসন সংখ্যা বৃদ্ধি পেল, তা বলা বাহুল্য।

Delhi University: এবার দিল্লি বিশ্ববিদ্যালয়েই মিলবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, প্রথম বছরে ৩৬০ আসনে ভর্তির সুযোগ
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পাঠ শুরু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 10:24 PM

নয়া দিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) শুরু হতে চলেছে বি-টেক (B-Tech)। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ইঞ্জিনিয়ারিং কোর্সটি শুরু হতে চলেছে। ইতিমধ্যে এই কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তিও শুরু হয়ে গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, আসন্ন শিক্ষাবর্ষে বি-টেক-এর জন্য বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬০টি আসন রয়েছে। যাঁরা JEE মেইনস পরীক্ষার মাধ্যমে ৪ বছরের বি-টেক পড়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। অর্থাৎ বি-টেক কোর্সে যে আসন সংখ্যা বৃদ্ধি পেল, তা বলা বাহুল্য।

দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স বি-টেক শুরু হবে। আপাতত কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, বি-টেক ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বি-টেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হচ্ছে। প্রতিটি বিভাগে ১২০টি করে মোট ৩৬০টি আসন রয়েছে। ৪ বছরের বি-টেক কোর্স সম্পন্ন করে সফলভাবে উত্তীর্ণ হলে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রদের সার্টিফিকেট দেওয়া হবে।

জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বি-টেক কোর্স চালু করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশেষে এবছর অনুমোদন মিলেছে। নতুন কোর্স চালু করার পাশাপাশি শিক্ষক ও অ-শিক্ষক কর্মীও নিয়োগ করা হবে বলে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক আধিকারিক জানিয়েছেন। তিনি জানান, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করা হবে। গত এপ্রিল মাসেই শিক্ষা মন্ত্রকের কাছ থেকে ৭২ জন শিক্ষক এবং ৪৮ জন অ-শিক্ষক পদ সৃষ্টির জন্য অনুমোদন মিলেছে। এছাড়া নতুন কোর্স চালুর জন্য ল্যাবরেটরি তৈরি, নতুন ক্লাসরুম সহ পরিকাঠামো তৈরি ও প্রয়োজনীয় আর্থিক অনুমোদনের ব্যাপারে শিক্ষা মন্ত্রকের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। আপাতত বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বি-টেকের ক্লাস চালু হবে।

Delhi University To Begin 3 BTech Programmes This Year With 360 Students