Road Accident: রিক্সার অপেক্ষায় রাস্তার ধারে বসেছিলেন, দ্রুতগতিতে ট্রাক এসে থেঁতলে দিল তিন মহিলা কৃষককেই!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 28, 2021 | 11:03 AM

Road Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেই দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে একটি ডিভাইডারের উপর বসেছিলেন তিনজন মহিলা। সেই সময়েই ওই রাস্তা দিয়ে আসছিল ওই ট্রাকটিও। হঠাৎ সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাদের দিকে ধেয়ে আসে।

Road Accident: রিক্সার অপেক্ষায় রাস্তার ধারে বসেছিলেন, দ্রুতগতিতে ট্রাক এসে থেঁতলে দিল তিন মহিলা কৃষককেই!
এই ট্রাকটিই ধাক্কা মারে।

Follow Us

নয়া দিল্লি: রাস্তায় ধারে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছিলেন তিন মহিলা কৃষক (Women Farmers)। আচমকাই দ্রুতগতিতে একটি ট্রাক এসে পিষে দিল তিনজনকেই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-হরিয়ানা সীমান্তে (Delhi-Haryana Border) কৃষকদের আন্দোলনস্থলের কাছেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেই দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে একটি ডিভাইডারের উপর বসেছিলেন তিনজন মহিলা, পেশায় তাঁরা কৃষক।রিক্সার অপেক্ষাতেই তাঁরা বসেছিলেন। দূর থেকে একটি অটো-রিক্সা দেখতে পেয়েই রাস্তার ধারে এসে দাড়ান তাঁরা, হাত দেখাতে থাকেন অটোটিকে। সেই সময়েই ওই রাস্তা দিয়ে আসছিল ওই ট্রাকটিও। হঠাৎ সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাদের দিকে ধেয়ে আসে।

ওই তিন মহিলা ডিভাইডারের উপরে ওঠার আগেই দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ট্রাককি, ছিটকে পড়েন ওই মহিলারা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। বাকি একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন মহিলাই পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা ছিলেন।

এদিকে, দুর্ঘটনার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই ট্রাকচালক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন মহিলা রাস্তার ধারেই বসেছিলেন। তারা অটো আসতে দেখে একটু সামনে এগিয়ে আসেন। ট্রাকটিই দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন, ট্রাকের ধাক্কায় প্রায় থেতলে গিয়েছেন দুই মহিলা। আরেকজনের প্রচুর রক্তপাত হলেও সেই সময় তিনি বেঁচে ছিলেন। পুলিশে খবর দেওয়ার পরই ওই আহত মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ফেলে রাখা ট্রাকটি পরীক্ষা করে দেখা হচ্ছে যে সেটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা। পলাতক চালকেরও খোঁজ চালানো হচ্ছে।

দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি হরিয়ানার তিকরি সীমান্তের একদম কাছে। ওখানেই পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা বিগত ১১ মাস ধরে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছে। তবে মৃত তিন মহিলা কৃষক আন্দেলনকারী কৃষকদের সঙ্গেই ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। ঘটনায় শোক প্রকাশ করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

আরও পড়ুন: Amarinder Singh: মাস ঘুরতেই ফের ‘শাহি’ দরবারে অমরিন্দর, বাড়ছে বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা 

Next Article