Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amarinder Singh: মাস ঘুরতেই ফের ‘শাহি’ দরবারে অমরিন্দর, বাড়ছে বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা

Amarinder Singh to Meet Amit Shah: অমরিন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজেপিও। দলের সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, "কেন্দ্র বরাবরই কৃষকদের সঙ্গে কথা বলতে রাজি এবং দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধানসূত্র খুঁজতে যে কোনও ধরনের মধ্যস্ততাকেও স্বাগত জানাচ্ছে।"

Amarinder Singh: মাস ঘুরতেই ফের 'শাহি' দরবারে অমরিন্দর, বাড়ছে বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা
পদ্মেই ভরসা অমরিন্দরের। ফাইল ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 8:54 AM

নয়া দিল্লি: ফের শাহের দরবারে যাচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। বৃহস্পতিবারই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন।

কংগ্রেস ত্যাগের জল্পনা আগে থেকেই ছিল, বুধবার সাংবাদিক বৈঠক করে নতুন দলের ঘোষণা করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একইসঙ্গে তিনি জানান, কৃষি আইন নিয়ে দেশের, বিশেষ করে উত্তর ভারতের কৃষকরা যে সমস্যায় পড়েছেন, তার সমাধান সূত্র চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাবেন। তাঁর সঙ্গে ২৫ থেকে ৩০ জন যাবেন বলেও জানান।

অমরিন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজেপিও। দলের সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, “কেন্দ্র বরাবরই কৃষকদের সঙ্গে কথা বলতে রাজি এবং দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধানসূত্র খুঁজতে যে কোনও ধরনের মধ্যস্ততাকেও স্বাগত জানাচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অমরিন্দর সিংয়ের এই সাক্ষাৎকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ তিনি বিজেপির সঙ্গে জোট বাধার সম্ভাবনা উড়িয়ে দেননি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই অমরিন্দর সিংয়ের নতুন দল ও বিজেপির সঙ্গে জোট হলে, তা কংগ্রেসের জন্য আরও চাপ সৃষ্টিকারী হিসাবেই পরিণত হবে। গতকালই অমরিন্দর সিং জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর নতুন দল পঞ্জাবের ১১৭টি আসনেই লড়াই করবে। একাধিক কংগ্রেস সদস্য তাঁর দলে যোগদানের আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।

কৃষি আইন নিয়ে সমস্যার প্রসঙ্গে গতকালই সাংবাদিক বৈঠকে অমরিন্দর সিং বলেন, “আমি যেহেতু পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলাম এবং একজন কৃষিবিশেষজ্ঞ, তাই আমার মনে হয় এই সমস্যার সমাধানসূত্র খুঁজে বের করতে পারব।”

এদিকে, বিজেপি সূত্রেও খবর, তারা অমরিন্দরের দল ঘোষণার অপেক্ষা করছেন বহুদিন ধরেই। দেশের স্বার্থে তারা জোট বাঁধতেও আগ্রহী বলে জানা গিয়েছে।

বিগত কয়েক বছর ধরেই অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব চললেও সম্প্রতিই তা চরমে ওঠে। সিধু পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরই সিধু ঘনিষ্ঠ বিধায়করা মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি জানান। চাপের মুখে গত ১৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। এভাবে বারংবার অপমান করায় ক্ষোভ উগরেও দেন তিনি।

এরপর ২৯ সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলেই তিনি বলেছিলেন, “আমি বিজেপিতে যোগ দিচ্ছি না। আমি এখনও কংগ্রেস থেকে ইস্তফা দিইনি, কিন্তু শীঘ্রই ইস্তফা দেব। তবে আমি হঠকারি সিদ্ধান্ত নিই না, তাই আমি বিজেপিতে যাচ্ছি না।” ওই সাক্ষাৎও কৃষি আইন ও কৃষক আন্দোলন সম্পর্কিত ছিল বলেই জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Terrorist Killed: নিশানায় ছিল আরও এক দোকানি, হামলার আগেই জঙ্গি নিকেশ বারামুল্লায় 

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'