সম্ভব করল র‌্যাট হোল মাইনাররাই, ১০ দিন পর আলো দেখেই চোখ বুজল ৩ বছরের চেতনা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 02, 2025 | 7:14 AM

Rescue Operation: দীর্ঘ এই ১০ দিন চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য কুয়োর মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। খাবার পাঠানোর চেষ্টা করা হলেও, তা ব্যর্থ হয়। এমনকী, শেষের কয়েক ঘণ্টা অক্সিজেনও পাঠানো যায়নি। অবস্থা সঙ্কটজনক হয়ে যায় একরত্তির।

সম্ভব করল র‌্যাট হোল মাইনাররাই, ১০ দিন পর আলো দেখেই চোখ বুজল ৩ বছরের চেতনা
উদ্ধার করা হলেও শেষ রক্ষা হল না।
Image Credit source: X

Follow Us

জয়পুর: ১০ দিনের অক্লান্ত চেষ্টায় উদ্ধার করা গেলেও, শেষরক্ষাটুকু আর হল না। মৃত্যুর কোলেই ঢলে পড়ল ৩ বছরের চেতনা। একটানা ১০ দিন ধরে বোরওয়েলের ভিতরে আটকে ছিল একরত্তি শিশু। নতুন বছরের প্রথম দিনে অবশেষে তাঁকে উদ্ধার করা গেলেও, প্রাণ বাঁচানো যায়নি।

গত ২৩ ডিসেম্বর খেলতে খেলতে ৭০০ ফুট গভীর বোরওয়েলের মধ্যে পড়ে যায় রাজস্থানের কোটপুতলির বাসিন্দা, তিন বছরের চেতনা। সেদিন থেকেই উদ্ধারের চেষ্টা চলছিল, কিন্তু বারে বারে তা ব্যর্থ হচ্ছিল।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম,  ক্রেন থেকে জেসিবি দিয়ে মাটি কাটা, বোরওয়েলের পাশে সুড়ঙ্গ তৈরি-কোনও পরিকল্পনাতেই সাফল্য আসেনি। শেষ পর্যন্ত ডাকা হয় র‌্যাট হোল মাইনার্সদের। তারাই বিগত কয়েকদিন ধরে লাগাতার প্রচেষ্টা চালিয়ে উদ্ধার করে চেতনাকে।

ছোট্ট চেতনার জন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করে রাখা হয়েছিল, কিন্তু বোরওয়েল থেকে উদ্ধার করে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে গেলে, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দীর্ঘ এই ১০ দিন চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য কুয়োর মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। খাবার পাঠানোর চেষ্টা করা হলেও, তা ব্যর্থ হয়। এমনকী, শেষের কয়েক ঘণ্টা অক্সিজেনও পাঠানো যায়নি। অবস্থা সঙ্কটজনক হয়ে যায় একরত্তির।

কেন এতদিন ব্যর্থ হল উদ্ধারকারীরা?

র‌্যাট হোল মাইনাররা পারলেও, তার আগে পাঁচবার উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হয়। একটি সুড়ঙ্গ খোড়ার পর দেখা যায় তা উল্টোদিকে খোঁড়া হয়েছে। জেলাশাসক কল্পনা আগরওয়াল জানান, একটি গভীরতায় পৌঁছনোর পর বোরওয়েলের সুড়ঙ্গ বেঁকে গিয়েছিল। উদ্ধারকারী দল তা আন্দাজ করতে পারেনি বাইরে থেকে।

Next Article