Russia-Ukraine Conflict: ইউক্রেনে রাশিয়ার হানা, বিশেষ বিমানে উদ্ধার ৩ হাজার ভারতীয়
Russia-Ukraine Conflict: অপারেশন গঙ্গার আওতায় ইউক্রেনে ২৬ টন মানবিক সাহায্যও পাঠিয়েছে ভারত। গতকালই বায়ুসেনার হিন্দন এয়ারবেস থেকে তিনি C-17 বিমান উড়ে গিয়েছিল, আজ সকালেই সেইগুলি ফিরে এসেছে।
নয়া দিল্লি: ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ফলে প্রাথমিকভাবে সমস্যার মধ্যে পড়েছিলেন সেদেশের বসবাসকারী ভারতীয়রা। কারণ রাশিয়ান হানার আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দেওয়ার কারণে সেখান থেকে ভারতীয়দের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। ইউক্রেনে অবতরণ করতে না পেরে দেশে ফিরে এসেছিল দুটি বিমান। ভারতীয়দের দেশে ফেরাতে আরও বেশি উদ্যোগী হয় কেন্দ্র। ‘অপারেশন গঙ্গা’ মাধ্যমে একের পর এক ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর ‘অপারেশন গঙ্গা’-র আওতায় ৩ হাজার ভারতীয়কে ইউক্রেনের প্রতিবেশি দেশগুলি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ১৫ টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল। এরমধ্য ১২ টি যাত্রীবাহী বিমান ও ৩ বায়ুসেনা বিমান ছিল বলেই জানা গিয়েছে। আজকের ৩ হাজার জনকে অন্তর্ভুক্ত করলে এখনও অবধি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মোট ১৩ হাজার ৭০০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ থেকেই এই বিশেষ উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। এখনও অবধি ৫৫ টি যাত্রীবাহী বিমানে মোট ১১ হাজার ৭২৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বায়ু সেনার বিশেষ বিমানে ২ হাজার ৫৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অপারেশন গঙ্গার আওতায় ইউক্রেনে ২৬ টন মানবিক সাহায্যও পাঠিয়েছে ভারত। গতকালই বায়ুসেনার হিন্দন এয়ারবেস থেকে তিনি C-17 বিমান উড়ে গিয়েছিল, আজ সকালেই সেইগুলি ফিরে এসেছে। বায়ুসেনার এই বিশেষ বিমানে রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ড থেকে ৬২৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই বিমানগুলিতে ভারত থেকে দেশগুলিতে থাকা ভারতীয়দের জন্য মোট ১৬.৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। একটি ছাড়া যাত্রীবাহী সকল বিমানগুলিই আজ সকালে ভারতের মাটিতে অবতরণ করেছে। কসআইস থেকে নয়া দিল্লিগামী বিমানটির আজ সন্ধে বেলা দেশের মাটিতে অবতরণ হওয়ার কথা। আজ বুদাপেস্ট থেকে ৫ টি, সিউসেভা থেকে ৪ টি, রজেসজো থেকে ২ টি ও কসআইস থেকে ১টি বিমান ভারতীয়দের দেশে নিয়ে এসেছে। আগামিকাল বুদাপেস্ট, রজেসজো, কসআইস ও বুচারেস্ট থেকে মোট ১১ টি বিশেষ বিমানে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন Russia-Ukraine Conflict: খোদ রাশিয়া থেকে এল সাহায্য! জ়েলেনস্কিকে হত্যার পরিকল্পনা বানচাল