মায়ের সামনেই ২ নাবালিকাকে ধর্ষণ ৪ প্রতিবেশীর, প্রাণনাশের হুমকি দিয়ে বলানো হল ‘সাপ কামড়েছে’!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 11, 2021 | 8:13 AM

দুই নাবালিকার মুখ বন্ধ রাখতে সঙ্গে সঙ্গে তাদের কীটনাশকও খাইয়ে দেয় অভিযুক্তরা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতেই বেগতিক বুঝে তাঁরা নাবালিকার মাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বলেন, কেউ প্রশ্ন করলে তিনি যেন বলেন তাঁর দুই মেয়েকে সাপে কামড়েছে।

মায়ের সামনেই ২ নাবালিকাকে ধর্ষণ ৪ প্রতিবেশীর, প্রাণনাশের হুমকি দিয়ে বলানো হল সাপ কামড়েছে!
প্রতীকী চিত্র।

Follow Us

সোনিপত: মায়ের চোখের সামনেই তাঁর দুই মেয়েকে ধর্ষণ (Rape) করল চার প্রতিবেশী। পুলিশি ঝামেলা এড়াতে জোর করে খাওয়ানো হল কীটনাশকও। শারীরিক অবস্থার অবনতি হতেই মাকে হুমকি দিল ধর্ষকরা। বাধ্য হয়ে হাসপাতাল ও পুলিশে সাপে কামড়ানোর তত্ত্বই আওড়ালেন মহিলা। পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে ওই মহিলা সত্যি ঘটনাটি জানান।

মঙ্গলবার হরিয়ানা পুলিশ(Haryana Police)-র তরফে জানানো হয়, সোনিপতের একটি গ্রামে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছেন চার ব্যক্তি। গত ৫ অগস্ট মধ্যরাতে ওই দুই বোনের বাড়িতে চড়াও হয় অভিযুক্ত চারজন। সেই সময় উপস্থিত ছিলেন দুই নাবালিকার মা। তাঁকে ধাক্কা দিয়ে সরিয়েই জোর করে ঘরে ঢোকে অভিযুক্তরা এবং খুন করার ভয় দেখিয়ে চোখের সামনেই ধর্ষণ করে।

দুই নাবালিকার মুখ বন্ধ রাখতে সঙ্গে সঙ্গে তাদের কীটনাশকও খাইয়ে দেয় অভিযুক্তরা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতেই বেগতিক বুঝে তাঁরা নাবালিকার মাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বলেন, কেউ প্রশ্ন করলে তিনি যেন বলেন তাঁর দুই মেয়েকে সাপে কামড়েছে।

দুই মেয়েকে নিয়ে দিল্লির একটি হাসপাতালে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনেরও মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন। অসুস্থতার কারণ জানতে চাওয়া হলে অভিযুক্তদের কথা মতোই দিনমজুর ওই মহিলা জানান যে, তাঁর মেয়েদের সাপেই কামড়েছে। তবে ওই মহিলার অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হওয়ায় তারা ওই মহিলাকে আরও জেরা করেন। এরপরই তিনি ভেঙে পড়ে সত্যি ঘটনাটি জানান। ময়নাতদন্তের রিপোর্টেও শারীরিক নির্যাতন ও বিষক্রিয়ার প্রমাণ মেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই নাবালিকার বয়স ১৪ ও ১৬। অন্যদিকে অভিযুক্তদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। ওই চার যুবক আদতে হরিয়ানার বাসিন্দা নন। পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কাজ করতেন। ওই নাবালিকাদের পাশের বাড়িতেই ভাড়া থাকতেন তারা। মঙ্গলবারই অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: পরিবারের সম্মান রক্ষার্থে খুনের ঘটনায় শীর্ষে ঝাড়খণ্ড, কোন কোন রাজ্য রয়েছে তালিকায়, জানাল কেন্দ্র

Next Article