আলওয়ার: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। একটি যাত্রীবাহী টেম্পো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরেই মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও তিন বাচ্চার। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘাতক ট্রাক্টরে এলোপাথারি পাথর ছোড়েন। পরে এই ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের বহুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথমে গিয়ে জনতার বিক্ষোভে মৃতদেহগুলবি উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশ্য তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল রাজস্থানের আলওয়ার জেলার কাঠুমার এলাকায়। এক টেম্পো চালক নিজের সন্তানদের নিয়ে বেরোচ্ছিলেন। তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর ধাক্কা মারে টেম্পোটিকে। এর জেরেই টেম্পোয় থাকা এক ব্যক্তি ও তিন বাচ্চার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত ব্যক্তির স্ত্রী ঘটনার জেরে গুরুতর আহত। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক। স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন।পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪০ বছরের আশপাশে। তাঁর নাম মুরারি রাও। তাঁর স্ত্রী ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মৃত বাচ্চাদের মধ্যে রয়েছে মুরারির দুই ছেলে ও এক মেয়ে।
ঘটনা নিয়ে আলওয়ারের পুলিশ সুপার আনন্দ শর্মা বলেছেন, “দুর্ঘটনা ঘিরে ঘাতক ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দেহ উদ্ধারে গিয়ে বাধা পায় পুলিশ। পরে তা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এক মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।”