Bribe Case: কয়লা পাচারকারীকে না ধরে, ঘুষের টাকা কুড়োচ্ছে পুলিশ! ভিডিয়ো সামনে আসতেই কড়া পদক্ষেপ

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 02, 2024 | 12:31 PM

Police Officers: বাইকে বড় বড় বাক্স বেঁধে তার মধ্যে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ বুঝতে পেরে বাইক চালককে নামতে বলেন। সঙ্গে সঙ্গেই পালানোর চেষ্টা করেন ওই কয়লা পাচারকারী। পুলিশের মুখ বন্ধ রাখতে পকেট থেকে নোটের তোড়া বের করে রাস্তায় ছুড়ে মারেন। পুলিশকর্মীরা পাচারকারীকে ধাওয়া করে গ্রেফতার করার বদলে তারা ব্যস্ত হয়ে পড়েন রাস্তা থেকে টাকা কুড়োতেই।

Bribe Case: কয়লা পাচারকারীকে না ধরে, ঘুষের টাকা কুড়োচ্ছে পুলিশ! ভিডিয়ো সামনে আসতেই কড়া পদক্ষেপ
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

রাঁচী: বাইকে করে পাচার হচ্ছিল কয়লা। মাঝপথেই আটকেছিল পুলিশ। পালাতে ঘুষের টাকা ছুড়ে মেরেছিল পাচারকারী। লোভে পড়ে সেই টাকা কুড়িয়েও নিয়েছিল চারজন পুলিশকর্মী। ক্যামেরায় সেই কাণ্ড ধরা পড়তেই সাসপেন্ড করা হল চারজন পুলিশ কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ওই ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে ছোটাছুটি করছেন পুলিশকর্মী। শীর্ষকর্তাদের নজরে সেই ভিডিয়ো আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রামগড় জেলায় ঘটনাটি ঘটেছে। রাস্তায় ব্যারিকেড করে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখানেই আটকানো হয় এক বাইক চালককে। বাইকে বড় বড় বাক্স বেঁধে তার মধ্যে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ বুঝতে পেরে বাইক চালককে নামতে বলেন। সঙ্গে সঙ্গেই পালানোর চেষ্টা করেন ওই কয়লা পাচারকারী। পুলিশের মুখ বন্ধ রাখতে পকেট থেকে নোটের তোড়া বের করে রাস্তায় ছুড়ে মারেন।

টাকা ছুড়েই পালিয়ে যায় কয়লা পাচারকারী। এদিকে পুলিশকর্মীরা পাচারকারীকে ধাওয়া করে গ্রেফতার করার বদলে তারা ব্যস্ত হয়ে পড়েন রাস্তা থেকে টাকা কুড়োতেই। অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী রাস্তায় ছোটাছুটি করে টাকা কুড়োতে থাকেন। পথচলতি কয়েকজন সেই ভিডিয়ো রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

এদিকে, পুলিশের শীর্ষকর্তাদের নজর আসতেই ওই আধিকারিকদের সাসপেন্ড করা হয়। পুলিশের সুপারিন্টেন্ডেন্ট পীযূষ পান্ডে বলেন, “আমাদের নজরে একটি ভিডিয়ো এসেছে যেখানে দেখা গিয়েছে কর্তব্যরত চারজন পুলিশকর্মী রাস্তা থেকে টাকা কুড়োচ্ছেন। বেআইনিভাবে কয়লা পাচারকারী পালানোর জন্য ওই টাকা ছুড়ে দিয়েছিল। ভিডিয়োটি দেখে আমরা তদন্তের নির্দেশ দিয়েছি।”

তদন্তে চার পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হতেই তাদের সাসপেন্ড করা হয়েছে।

Next Article