Bus Accident: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, আহত ৬০ যাত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 11, 2023 | 8:49 PM

তামিলনাড়ুর তিরুপাত্তপর জেলার চেট্টিয়াপ্পানুরের কাছে চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস বেঙ্গালুরু থেকে চেন্নাই আসছিল। এবং অপর একটি বেসরকারি বাস চেন্নাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাচ্ছিল। এই দুটি বাসের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাস দুটি। এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

Bus Accident: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, আহত ৬০ যাত্রী
দুর্ঘটনাগ্রস্ত বাস।
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে। দুটি মাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন প্রায় ৬০ জন যাত্রী। শনিবার ভোররাতে ঘটেছে এই ঘটনা। তামিলনাড়ুর তিরুপাত্তপর জেলার চেট্টিয়াপ্পানুরের কাছে চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস বেঙ্গালুরু থেকে চেন্নাই আসছিল। এবং অপর একটি বেসরকারি বাস চেন্নাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাচ্ছিল। এই দুটি বাসের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে বাস দুটি। এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় উদ্ধারের কাজ। প্রায় ১০টি অ্যাম্বুল্যান্সে করে দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এর মধ্যে রয়েছেন সরকারি বাসের চালকও। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে। তাদের মধ্যে রয়েছেন বেসরকারি বাসের চালক। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও।

তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে বাণীয়ামবাদী সরকারি হাসপাতালে এবং ভেলোরের একটি হাসপাতালে। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন তামিলনাড়ু প্রশাসনের আধিকারিকরা। মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তাঁরা।

Next Article