চেন্নাই: একদল মহিলা একসঙ্গে হঠাৎ হাজির শাড়ির একটি প্রদর্শনীতে। এমন দৃশ্য দেখে সাদা চোখে সন্দেহ হওয়ার কথা নয়। আর সেই প্রদর্শনীতে যেমন-তেমন শাড়ি ছিল না, ছিল দক্ষিণের মহার্ঘ সিল্ক শাড়ি। একেকটির শাড়ির দাম নূন্যতম ২০ হাজার টাকা করে। স্টোরে সেলস গার্লস হিসেবে কাজ করছিলেন অনেকে। শাড়ি দেখাচ্ছিলেন ক্রেতাদের। সবার অলক্ষ্যে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। স্টোর থেকে উধাও হয়ে গেল ২ লক্ষ টাকার শাড়ি। বিক্রেতাদের তো তখন মাথায় হাত।
সিসিটিভিতে যে দৃশ্য দেখা গিয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে, কতটা দক্ষতার সঙ্গে পুরো কাজটা সারা হয়েছে। যতক্ষণে ওই ফুটেজ দেখা গিয়েছে, ততক্ষণে সাত মহিলা পগারপার।
চেন্নাইয়ের বেসন্ত নগরে দীপাবলি উপলক্ষে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গত ২৯ অক্টোবর বিকেল ৪টে নাগাদ সেখানে প্রবেশ করেন ৭ মহিলা। প্রথমটায় তাঁদের দেখে কারও তেমন কোনও সন্দেহ হয়নি। তবে অদ্ভুত বিষয় হল, ওই সাত মহিলা স্টোরের বিভিন্ন দিকে গিয়ে সেলস গার্লদের ব্যস্ত রেখেছিলেন। তারপর হঠাৎ বেরিয়ে যান তাঁরা। তখনই সন্দেহটা বাড়ে। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
খোঁজ পড়তেই দেখা যায়, উধাও হয়ে গিয়েছে একগুচ্ছ শাড়ি। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায়, মুখে মাস্ক পরে এক মহিলা দ্রুত এক বান্ডিল সিল্ক শাড়ি পায়ের নীচে ফেলে দিচ্ছেন। তারপর কোনও গোপন পকেটে ঢুকিয়ে নিয়েই সোজা বেরিয়ে গেলেন স্টোর থেকে।