Viral Video: এই ভিডিয়োয় ‘ভবিষ্যতের উরফি’কে খুঁজে পেলেন নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 11, 2023 | 10:59 PM

ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক যুবতী। সেখানে তিনি এক বিশেষ ধরনের পোশাক পরেছেন। যার সঙ্গে উরফি জাভেদের পরা পোশাকের ধরনের অনেক মিল রয়েছে। অবশ্য সেই পোশাক নিজেই তৈরি করে পরেছেন ওই যুবতী। ওই যুবতীর সঙ্গেই উরফির মিল পেয়েছেন নেটিজেনদের একাংশ।

Viral Video: এই ভিডিয়োয় ‘ভবিষ্যতের উরফি’কে খুঁজে পেলেন নেটিজেনরা
উরফি জাভেদ
Image Credit source: Instagram

Follow Us

নয়াদিল্লি: বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ। উরফির এই পোশাক নিয়ে নেটমাধ্যমে আলোচনাও কম হয়নি। ‘উদ্ভট’ পোশাকের জন্য ধারাবাহিক ভাবে কটাক্ষের শিকারও হতে হয়েছে উরফিকে। আবার অনেকেই এ বিষয়ে উরফির পাশে দাঁড়িয়েছেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবতীকে। তিনি উরফি জাভেদকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখেন বলে মত নেটিজেনদের একাংশের।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখতে পাওয়া ওই যুবতীর নাম হান্না লিজ জ্যাকব। প্লাস্টিকের শপিং ব্যাগ থেকে কী ভাবে ক্রপ টপ বানানো যায়, ওই ভিডিয়োয় তা দেখিয়েছেন লিজ। এমনকি শপিং ব্যাগ থেকে ক্রপ টপ তৈরি করে নিজেও পরেওছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “আপসাইকেল স্টোরি।”

 

বাজার করার শপিং ব্যাগ ফেলে দিয়ে পরিবেশের দূষণের মাত্রা না বাড়িয়ে তা ব্যবহার করে পোশাক বানানোর এই ভিডিয়ো মনে ধরেছে নেটিজেনদের। এ জন্য লিজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশের। কেউ তাঁকে অ্যাখ্যা দিয়েছেন, ‘আগামী দিনের উরফি’। কেউ তাঁকে ‘উরফির প্রতিযোগী’ হিসাবেও মনে করেছেন। কেউ আবার লিজকে ‘উরফির পোশাক ডিজাইনার’ অ্যাখ্যা দিয়েছেন।

Next Article