Rashmika Mandanna: রশ্মিকার ভুয়ো ভিডিয়োর নেপথ্যে কে? URL চেয়ে Meta-কে চিঠি দিল্লি পুলিশের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 11, 2023 | 10:04 PM

Delhi Police: রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিশ পাঠানোর পরই এফআইআর জারি করেছে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা জারি করা হয়েছে। শীঘ্রই মূল অভিযুক্তের হদিশ মিলবে বলে আশাবাদী দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার।

Rashmika Mandanna: রশ্মিকার ভুয়ো ভিডিয়োর নেপথ্যে কে? URL চেয়ে Meta-কে চিঠি দিল্লি পুলিশের
অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ফাইল ছবি।
Image Credit source: Instagram

Follow Us

নয়া দিল্লি: অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) ‘ডিপ ফেক’ ভুয়ো ভিডিয়ো নিয়ে উত্তাল বলিউড থেকে সোশ্যাল মিডিয়া। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর পাশাপাশি অভিযুক্তের দাবিতে সরব হয়েছে বলিউড শাহেনশা থেকে রশ্মিকা-ভক্তরা। এই ‘ডিপ ফেক’ ভিডিয়ো আপলোডের মূল চক্রীকে ধরতে ইতিমধ্যে FIR দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার আরও এক ধাপ এগিয়ে বড় পদক্ষেপ করল। ভাইরাল হওয়া ভিডিয়োটির URL চেয়ে Meta-কে চিঠি দিল দিল্লি পুলিশ। শুধু তাই নয়, রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়োটি শেয়ার করেছেন, এমন ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চেয়েছে।

অভিনেত্রী রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত যে রেহাই পাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (IFSO) ইউনিটের ডিসিপি হেমন্ত তিওয়ারি। তিনি বলেন, “ভুয়ো ভিডিয়োটি যে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে সেটির URL ID চেয়ে Meta-কে আমরা চিঠি দিয়েছি। আমরা এটির প্রযুক্তিগত বিশ্লেষণও শুরু করেছি।”

এদিকে রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিশ পাঠানোর পরই এফআইআর জারি করেছে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা জারি করা হয়েছে। শীঘ্রই মূল অভিযুক্তের হদিশ মিলবে বলে আশাবাদী দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়ায় রশ্মিকা মন্দানার একটি ডিপ ফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ডিপ নেকলাইনের কালো পোশাক পরে লিফ্‌ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। যদিও পরে জানা যায়, ভিডিয়োটি আদতে রশ্মিকার নয়। অন্য একজনের মুখে কারসাজি করে রশ্মিকার মুখ বসানো হয়েছে। এরপরই এই ঘটনার নিন্দায় সরব হয় গোটা বলিউড। এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চন।

Next Article