Haridwar: ভোট দিলে মদ খাওয়াবেন বলেছিলেন, রাখলেন প্রতিশ্রুতিও, তারপর যা হল…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 11, 2022 | 11:59 AM

Haridwar: ফুলগড় ও শিবগড় নামক দুই গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। অভিযোগ উঠেছে যে, পঞ্চায়েত প্রার্থীই ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের।

Haridwar: ভোট দিলে মদ খাওয়াবেন বলেছিলেন, রাখলেন প্রতিশ্রুতিও, তারপর যা হল...
প্রতীকী চিত্র

Follow Us

দেহরাদুন: নির্বাচনে ভোট পাওয়ার জন্য প্রার্থীরা কত কিছুই না প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কেউ বলেন, ক্ষমতায় আসলে বিনামূল্যে বিদ্যুৎ-জল দেবেন, কেউ আবার বলেন যে নতুন রাস্তা-ঘাট তৈরি করে দেবেন। কিন্তু এমন প্রতিশ্রুতি কখনও শুনেছেন যে, ভোট দিলে সকলকে মদ খাওয়াবেন! সত্যিই এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের। ভোট মিটতেই পূরণ করেছিলেন প্রতিশ্রুতিও। সকলকে খাইয়েছিলেন মদ। কিন্তু তারপর যা হল, তা কখনও কল্পনাও করতে পারেননি। বিষমদ খেয়েই মৃত্যু হল পাঁচজনের। গুরুতর অসুস্থ আরও কয়েকজন। ওই ঘটনায় ইতিমধ্য়েই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিদ্বারে।

জানা গিয়েছে, হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামক দুই গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। অভিযোগ উঠেছে যে, পঞ্চায়েত প্রার্থীই ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের। মদ খাওয়ার পরই একে একে সকলে অসুস্থ হয়ে পড়েন। কাছাকাছির হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। পুলিশের তরফে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য।

উত্তরাখণ্ডের আবগারি কমিশনার হরি চান্দ সেমওয়াল জানান, এই ঘটনার পরই আবগারি ইন্সপেক্টর সহ মোট ৯ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষমদ পান করার কারণেই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ফুলগড় গ্রামের পঞ্চায়েত প্রার্থীই গ্রামবাসীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট দেওয়ার বদলে। ভোট মিটতেই তিনি গ্রামবাসীদের মধ্যে অনেককে মদ খাওয়ান। এরপরই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে বিষমদ পান করার কারণেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে।

Next Article