Exit Poll Results 2022 : চণ্ডীগড়ে ঝাড়ুর দাপট, গোয়ায় ও উত্তর প্রদেশে বিজেপির জয়, দেবভূমে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 07, 2022 | 10:28 PM

Assembly Elections Exit Poll Results 2022 : সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলাফল প্রকাশের আগে পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ টিভি৯ নেটওয়ার্কের।

Exit Poll Results 2022 : চণ্ডীগড়ে ঝাড়ুর দাপট, গোয়ায় ও উত্তর প্রদেশে বিজেপির জয়, দেবভূমে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

পাঁচ রাজ্যে সমাপ্ত হল বিধানসভা নির্বাচন। এই তালিকায় ছিল বিধানসভা আসন এবং লোকসভা আসনের নিরিখে সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশ। নির্বাচন হয়েছে পঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডে। আজ উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হল। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ। পাঁচ রাজ্যের ভোটগণনা সেদিন। এখন পালা বুথ ফেরত সমীক্ষার। চূড়ান্ত ফলাফলের আগে বুথ ফেরত সমীক্ষায় আভাস পাওয়া যাবে কোন রাজ্যে কোন দল ক্ষমতায় ফিরছে বা ক্ষমতা ধরে রাখছে। তাই এই বুথ ফেরত সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতিতে আগ্রহী ব্যক্তিদের। চূড়ান্ত ফলাফল বেরোনোর আগে টিভি৯ বাংলার বুথ ফেরত সমীক্ষায় থাকবে বিস্তারিত পর্যালোচনা। টিভি৯ নেটওয়ার্কের এই বুথ ফেরত সমীক্ষা সম্পন্ন করেছে পোলস্ট্র্যাট (Polstrat)। এই ফলাফলই যে চূড়ান্ত তা টিভি৯ নেটওয়ার্ক দাবি করছে না। কোন দিকে ভোটের ফল যেতে পারে তার একটা আভাস মাত্র। বাস্তবের সঙ্গে এই ফলাফল নাও মিলতে পারে।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Mar 2022 08:24 PM (IST)

    UP Exit Poll Result 2022 : উত্তর প্রদেশের আসন বণ্টন

    বিজেপি পেতে পারে ২১১-২২৫ টি আসন। সপার ঝুলিতে ১৪৬-১৬০ টি আসন। বিএসপি পেতে পারে ১৪-২৪ টি এবং কংগ্রেস ৪-৬ টি আসন।

  • 07 Mar 2022 08:21 PM (IST)

    UP Exit Poll Result 2022 : উত্তর প্রদেশে দ্বিতীয় স্থানে সপা

    টিভি৯ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে সপা। সপা পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট। বিএসপি পেতে পারে ১৪ শতাংশ। চতুর্থে স্থানে থাকতে পারে কংগ্রেস। কংগ্রেস পেতে পারে ৭.৪ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৩.৬ শতাংশ ভোট।


  • 07 Mar 2022 08:11 PM (IST)

    Goa Exit Poll Result 2022 : গোয়াতে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

    বিজেপি পেতে পারে ১৭-১৯ টি আসন। সেখানে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১১-১৩ টি আসন। আপের ঘরে ১-৪ টি আসন। অন্যান্যরা পেতে পারে ২-৭ টি আসন।

     

  • 07 Mar 2022 08:06 PM (IST)

    Goa Exit Poll Result 2022 : খাতা খুলতে পারল না তৃণমূল!

    ভোটের আগে গোয়ায় তৃণমূল সংগঠন দৃঢ় করলেও টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষায় তৃণমূলের ঘরে কত ভোট যেতে পারে তার কোনও আভাস পাওয়া গেল না। কংগ্রেস পেতে পারে ২৮.৪ শতাংশ, আপ পেতে পারে ৭.২ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ২৭.৮ শতাংশ। আলাদা করে তৃণমূলের ভোট শতাংশ জানা যায়নি। তবে এই ২৭.৮ শতাংশের মধ্যে তৃণমূল কত পেতে পারে তা স্পষ্ট হয়নি।

  • 07 Mar 2022 08:00 PM (IST)

    Punjab Exit Poll Result 2022 : পঞ্জাব বিধানসভার সম্ভাব্য আসন বণ্টন

    পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে আপ। আপ পেতে পারে ৫৬-৬১ টি আসন। আসন হারাবে কংগ্রেস। কংগ্রেস পেতে পারে ২৪-২৯ টি আসন। শিরোমণি অকালি দল পেতে পারে ২২-২৬ টি আসন। বিজেপি থাকবে একদম শেষের সারিতে। বিজেপির ঘরে যেতে পারে ১-৬ টি আসন।

  • 07 Mar 2022 07:51 PM (IST)

    Uttarakhand Exit Poll Result 2022 : বিজেপির ঘরে ৩১-৩৩ টি আসন

    উত্তরাখণ্ডে মোট বিধানসভা আসন ৭০ টি। বিজেপি পেতে পারে ৩১-৩৩ ভোট। কংগ্রেস ৩৩-৩৫ টি আসন পেতে পারে।

  • 07 Mar 2022 07:48 PM (IST)

    Uttarakhand Exit Poll Result 2022 : কে কত শতাংশ ভোট পাবে?

    উত্তরাখণ্ডে তৃতীয় স্থানে রয়েছে আপ। আপের ঘরে ভোট শতাংশ ৫.৩ শতাংশ। অন্যান্য দল ভোট পেতে পারে ১৩ শতাংশ।

  • 07 Mar 2022 07:39 PM (IST)

    Uttarakhand Exit Poll Result 2022 : উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মের

    উত্তরাখণ্ডের মসনদে কে বসতে পারে তা নিয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভোট শতাংশের নিরিখে এগিয়ে কংগ্রেস। কংগ্রেস পেতে পারে ৪১.৮ শতাংশ। সেখানে দ্বিতীয় স্থানে বিজেপি। বিজেপি পেতে পারে ৩৯.৯ শতাংশ।

  • 07 Mar 2022 07:34 PM (IST)

    UP Exit Poll Result 2022 : প্রথমবারের ভোটারদের ভোট কোন দিকে?

    ২৩ বছরের কম বয়সী যাঁরা প্রথমবারের জন্য ভোট দিচ্ছেন তাঁদের ভোটের নিরিখে বিজেপি ভোট পেতে পারে ৩৭.৭ শতাংশ। সপা ৩৬.৭ শতাংশ, বিএসপি ১২.৪ শতাংশ এবং কংগ্রেস ৭.৩ শতাংশ ভোট পেতে পারে।

  • 07 Mar 2022 07:25 PM (IST)

    UP Exit Poll Result 2022 : উচ্চবর্ণ হিন্দুদের ভোট কোন দিকে?

    উচ্চবর্ণ হিন্দুদের ভোটের নিরিখে বিজেপি পেতে পারে ৭২.৫ শতাংশ। সপা ১৫.৮ শতাংশ, বিএসপি ৪.৭ শতাংশ এবং কংগ্রেস ৪.৮ শতাংশ ভোট পেতে পারে।

  • 07 Mar 2022 07:21 PM (IST)

    UP Exit Poll Result 2022 : ওবিসি ভোট কোন দিকে?

    ওবিসি ভোটের নিরিখে বিজেপি পেতে পারে ৪৬.৬ শতাংশ। সপা ৩৯.৯ শতাংশ, বিএসপি ৫.৩ শতাংশ এবং কংগ্রেস ৫.১ শতাংশ ভোট পেতে পারে।

  • 07 Mar 2022 07:19 PM (IST)

    UP Exit Poll Result 2022 : দলিতদের ভোট কোন দিকে?

    দলিতদের ভোটের নিরিখে বিজেপি পেতে পারে ৩৯.৫ শতাংশ। সপা ২১.৪ শতাংশ, বিএসপি ২৮.৪ শতাংশ এবং কংগ্রেস ৭.৪ শতাংশ ভোট পেতে পারে।

  • 07 Mar 2022 07:17 PM (IST)

    UP Exit Poll Result 2022 : মহিলাদের ভোট কোন দিকে?

    মহিলাদের ভোটের নিরিখে বিজেপি পেতে পারে ৪৪.৯ শতাংশ। সপা ৩৫.১ শতাংশ, বিএসপি ১১.২ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ৫.৭ শতাংশ।

  • 07 Mar 2022 07:15 PM (IST)

    UP Exit Poll Result 2022 : পুরুষদের ভোট কোন দিকে?

    উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের পুরুষদের ভোটের নিরিখে বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ। সপা ৩৪.৭ শতাংশ। বিএসপি ১৬.৪ শতাংশ এবং কংগ্রেস ৭.৬ শতাংশ।

  • 07 Mar 2022 07:03 PM (IST)

    UP Exit Poll Result 2022 : যোগীর উপরে আস্থা রাখল উত্তর প্রদেশের জনগণ

    উত্তর প্রদেশে ফের ক্ষমতায় বিজেপি। উত্তর প্রদেশে ৪০৩ টি আসনের নিরিখে ৪০.১ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।

  • 07 Mar 2022 06:56 PM (IST)

    Goa Exit Poll Result 2022 : গোয়ার গদিতে পদ্মই

    সৈকত পারের রাজ্য়ে বিজেপি পুনরায় ক্ষমতায় আসতে পারে। বিজেপি ৩৬.৬ শতাংশ ভোট পেতে পারে।

  • 07 Mar 2022 06:51 PM (IST)

    আপের দখলে পঞ্জাবের আসন!

    পঞ্জাবে আপ পেতে পারে ৫৬-৬১ টি আসন।

  • 07 Mar 2022 06:50 PM (IST)

    Punjab Exit Poll Result 2022 : সকল দলের সম্ভাব্য ভোট শতাংশ

    আপের পরেই দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। কংগ্রেসের ভোট শতাংশ ২৩.২ শতাংশ। শিরোমণি অকালি দল (SAD) পেতে পারে ২২.৫ শতাংশ। বিজেপির খুব ধরাশায়ী অবস্থা হতে পারে। বিজেপির ঘরে থাকতে পারে ৭.২ শতাংশ। আর অন্যান্য দল পেয়েছে ৫.৯ শতাংশ।

  • 07 Mar 2022 06:42 PM (IST)

    Punjab Exit Poll Result 2022 : পঞ্জাবে এইবার ক্ষমতায় আসতে চলেছে আপ

    টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যে পঞ্জাবে এইবার ক্ষমতায় আসতে চলেছে আপ (AAP)।  আপের ঘরে ভোটের হার ৪১.২ শতাংশ। তবে পোলস্ট্র্যাটের করা সমীক্ষা অনুযায়ী টিভি৯ নেটওয়ার্ক এই আভাস দিচ্ছে। বাস্তবে এর প্রতিফলন নাও হতে পারে।

  • 07 Mar 2022 06:27 PM (IST)

    ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে পাল্লা ভারি কোন দলের? আঁচ মিলবে বুথ ফেরত সমীক্ষাতেই

    ফেব্রুয়ারি মাস থেকেই পাঁচ রাজ্যে শুরু হয়েছিল ভোটযুদ্ধ। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। বাকি রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেও, উত্তর প্রদেশে শেষ এক দফার ভোট গ্রহণ বাকি। মণিপুরে আজ চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের পথই আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের হাওয়া কোনদিকে বইবে, তার ইঙ্গিত দেবে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। অন্যদিকে, পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। একদিকে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে যেমন ক্ষমতা ধরে রাখার লড়াই চালাচ্ছে বিজেপি, তেমনই পঞ্জাবেও কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির।

    বিস্তারিত পড়ুন : Exit Poll Result 2022 Today: ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে পাল্লা ভারি কোন দলের? আঁচ মিলবে বুথ ফেরত সমীক্ষাতেই

  • 07 Mar 2022 06:21 PM (IST)

    এক দফায় নির্বাচন পঞ্জাবে

    পঞ্জাবে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পঞ্জাব। পরে তা পরিবর্তন করা হয়। অবশেষে ২০ ফেব্রুয়ারি ভোটবাক্সে নিজেদের মতামত দেন পঞ্জাবের জনগণ।

  • 07 Mar 2022 05:54 PM (IST)

    উত্তর প্রদেশে আজ সপ্তম দফার ভোটগ্রহণ

    সাত দফায় নির্বাচন হওয়ার কথা ছিল দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অবধি এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হল উত্তর প্রদেশে।

  • 07 Mar 2022 05:52 PM (IST)

    সম্পন্ন হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন

    উত্তর প্রদেশ, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং গোয়ায় নির্বাচন অনুষ্ঠিত হল। উত্তর প্রদেশে সাত দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মণিপুরে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হল। বাকি পঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।