রাতে চুপিচুপি ঢুকেছিল, জামাকাপড় কারখানার কর্মীরাই কি না… খপ করে ব্যাগে টান দিতেই বেরিয়ে এল সবটা

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 20, 2024 | 7:14 AM

Police: ধৃতদের সকলের কাছ থেকেই ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার করা হয়েছে। এমনকী এদের কলকাতায় ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। 

রাতে চুপিচুপি ঢুকেছিল, জামাকাপড় কারখানার কর্মীরাই কি না... খপ করে ব্যাগে টান দিতেই বেরিয়ে এল সবটা
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

বেঙ্গালুরু: চুপচাপ কাজ করত, বেশি কারোর সঙ্গে মিশত না। তবে যখনই মুখ খুলত, বাকি কর্মীদের কানে বাজত ভাষার টান। ভিন রাজ্য থেকে তো বহু মানুষই কাজ করতে আসেন, তাদের কথাবার্তা, খাওয়া-দাওয়ার অভ্যাস তো এমন নয়। সন্দেহটা যখন জামাকাপড় কারখানার কর্মীদের মনে বাড়ছিল, সেই সময়ই হঠাৎ হাজির পুলিশ। তুলে নিয়ে গেল কারখানার ১৫ কর্মীকে। রাত পোহাতেই তারপর যে সত্যি সামনে এল, তাতে স্তম্ভিত সকলে।

ভুয়ো আধার কার্ড, পাসপোর্ট সহ ধরা পড়ল ৬ বাংলাদেশি। অভিযুক্তরা ভারতে অনুপ্রবেশ করেছিল পশ্চিমবঙ্গের পথ ধরেই। পুলিশের র‍‌্যাডার থেকে বাঁচতেই আশ্রয় নিয়েছিল কর্নাটকের চিত্রদুর্গে। সেখানেই জামাকাপড়ের কারখানায় কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিতেই ধরা পড়ল ওই ৬ বাংলাদেশি। তাদের গ্রেফতার করা হয়েছে।

চিত্রদুর্গ পুলিশের তরফে জানানো হয়েছে, কিছু বাংলাদেশি পরিচয় গোপন করে কারখানায় কাজ করছে, গোপন সূত্রে এমন খবর মিলেছিল। সেই সূত্র ধরেই পুলিশ হানা দেয়। আটক করা হয় সন্দেহভাজন ১৫ জনকে। পরে জেরা করে জানা যায়, এদের মধ্যে ৬ জন বাংলাদেশি।

ধৃতদের সকলের কাছ থেকেই ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার করা হয়েছে। এমনকী এদের কলকাতায় ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে।  জেরায় জানা গিয়েছে, কয়েক বছর আগেই ওই ৬ যুবক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে। এরপর ভুয়ো পরিচয়পত্র বানিয়ে একাধিক রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছে তারা। ধরা পড়ার ভয়েই কোনও রাজ্যে বেশিদিন থাকত না অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। কোথা থেকে তারা নকল আধার-প্যান কার্ড বানিয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

Next Article