মুম্বই: বন্ধুদের সঙ্গে জুহু সৈকতে (Juhu Beach) পিকনিক করতে গিয়েছিলেন। সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৬ তরুণ। যার মধ্যে ২ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ৪ জন। মর্মান্তিক ঘটনাটি সোমবার ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত ওই ২ জনের হদিশ মেলেনি। রাতেই বৃহন্মুম্বই কর্পোরেশনের (BMC) তরফে তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। এদিন সকালেও তল্লাশি অভিযান চলছে বলে BMC কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গিয়েছে, নিখোঁজ ৪ জন মুম্বইয়ের ভাকোলার দাত্তা মন্দির এলাকার বাসিন্দা। সোমবার বিকালে তাঁরা আরও ৪ বন্ধুর সঙ্গে জুহু সৈকতে পিকনিক করতে গিয়েছিলেন। বিকাল ৫টা নাগাদ ৮ বন্ধুর মধ্যে ৬ জন সমুদ্রে স্নান করতে নামে। তাঁরা জুহু কোলিওয়াদার দিকে জেটির ভিতর দিয়ে সমুদ্রে নামেন। লাইফগার্ড জ্যাকেট না পরেই সমুদ্রে নামেন তাঁরা। তারপর কিছুক্ষণ পরেই তাঁরা তলিয়ে যান।
BMC-র তরফে জানানো হয়েছে, ওই তরুণদের সমুদ্রে নামার সময় জেটিতে উপস্থিত কর্মীরা লাইফগার্ড পরার কথা বলেছিলেন। বাঁশিও বাজানো হয়। কিন্তু, তাঁরা কোনও কথায় কর্ণপাত করেননি। লাইফগার্ড না পরেই উত্তাল সমুদ্রে নেমে পড়েন তাঁরা। এরপর ৬ জনই তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রাই সমুদ্রে নেমে ২ জনকে উদ্ধার করেন। কিন্তু, ৪ জন তলিয়ে যান। তাঁদের খোঁজে BMC-র তরফে তল্লাশি অভিযান শুরু হলেও এখনওল তাঁদের হদিশ মেলেনি।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরে ইতিমধ্যে মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র বন্ধ করার ঘোষণা করা হয়েছে। জুহু সৈকতেও আপাতত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করতে বলা হয়েছিল। তারপরেও কীভাবে ৮ বন্ধু জুহু সৈকতে পিকনিক করতে গেলেন এবং সমুদ্রে স্নান করতে নামলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।