Bizarre: মন্দিরে গিয়েছিল বলি দিতে, দুর্ঘটনায় মৃত্যু হল ৬ যুবকেরই, অক্ষত রইল শুধু ‘বলির পাঁঠা’
Road Accident: নরসিংহপুরের দুলহা দেব মহারাজ মন্দিরে ছাগল বলি দিতে গিয়েছিলেন ওই ছয় যুবক। তবে বলি যেহেতু নিষিদ্ধ, তাই মন্দিরে কেবল উৎসর্গ করা ছাগলের কানের একটু অংশ কেটে নেওয়া হয়। এর পরে যুবকরা ওই ছাগলটিকে নিয়ে গাড়িতে ওঠে এবং বাড়ির উদ্দেশে রওনা দেয়।

ভোপাল: ভগবানের কাছে মানত করেছিলেন ছাগবলি। সেই মতো মন্দিরে গিয়েছিলেন ছাগল কিনে। পরিকল্পনা ছিল, বাড়ি ফিরে ওই ছাগল কেটে খাওয়া হবে। তবে বাড়ি আর ফেরা হল না। মাঝ পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মারা গেলেন গাড়িতে থাকা ছয়জন যাত্রীই। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেল শুধু বলির পাঁঠা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুরের চারগাঁও এলাকায়। একটি স্করপিও গাড়িতে করে ফিরছিলেন ছয়জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোমবতী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।
জানা গিয়েছে, নরসিংহপুরের দুলহা দেব মহারাজ মন্দিরে ছাগল বলি দিতে গিয়েছিলেন ওই ছয় যুবক। তবে বলি যেহেতু নিষিদ্ধ, তাই মন্দিরে কেবল উৎসর্গ করা ছাগলের কানের একটু অংশ কেটে নেওয়া হয়। এর পরে যুবকরা ওই ছাগলটিকে নিয়ে গাড়িতে ওঠে এবং বাড়ির উদ্দেশে রওনা দেয়।
জবলপুর পৌঁছনোর আগে চারগাঁওতে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে গাড়িটি এমনভাবে পড়ে গিয়েছিল যে দরজাও খোলা যাচ্ছিল না। শেষে পুলিশ ও উদ্ধারকারী দল এসে দরজা কেটে উদ্ধার করে। দুইজন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা সঙ্কটজনক ছিল। পরে তাদের মৃত্য়ু হয়। একমাত্র উৎসর্গ করা ছাগলটিই অক্ষত ছিল গোটা দুর্ঘটনায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির চালক ও বাকি যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে। গাড়িতে রান্নার সামগ্রীও ছিল। পুলিশের অনুমান, ওই ছাগলটিকে কেটে খাওয়ার পরিকল্পনা ছিল তাদের।





