নয়া দিল্লি : যত বেশি আধুনিক হচ্ছি আমরা, ততই বদলাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি। বিশ্বের তাবড় বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন জলবায়ু পরিবর্তন নিয়ে। তাতেও হুঁশ ফিরছে না মানুষের। সামান্য গরম বাড়লে তো ঘরের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটা চালিয়ে নেওয়াই যায়! কিন্তু পরিবেশের ওপর যে প্রভাব পড়ছে, তা সাধারণ মানুষের জীবনে যে এবার সরাসরি প্রভাব ফেলতে শুরু করে দেবে, সেটাই বুঝতে পারছেন না অনেকে। আর এবার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফ যে তথ্য প্রকাশ করা হল, তা সত্যিই উদ্বেগের। গত বছর অর্থাৎ ২০২১-এ পরপর ৬ বার তাপপ্রবাহ বয়েছে ভারত মহাসাগরে। মাত্র ৫২ দিনের মধ্যেই এই ৬ তাপপ্রবাহ দেখা গিয়েছে। পাশাপাশি, ,বঙ্গোপসাগরের পরিস্থিতিও ক্রমশ দুর্যোগ বহুল হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।
রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এ ভাবে সমুদ্রের তাপমাত্রা বেড়ে চলেছে। এর আগেও এমন পরপর তাপপ্রবাহের সাক্ষী থেকেছে ভারত। তবে গত চার বছরে এই পরিসংখ্যান সবথেকে বেশি বলে জানা গিয়েছে।
তবে সমুদ্রের এই তাপপ্রবাহ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দশক ধরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে সমুদ্রে। তাপমাত্রাও ক্রমশ বেড়ে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সামুদ্রিক তাপপ্রবাহের মাত্রা গত কয়েক বছরে চারগুন বেড়েছে। বঙ্গোপসাগরেই এই মাত্রা বেড়েছে অন্তত ২ থেকে ৩ গুন। ১৯৫১ থেকে ২০১৫-র মধ্যে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। হিসেব বলছে, প্রতি এক দশকে তাপমাত্রা বাড়ছে ০.১৫ ডিগ্রি সেলসিয়াস।
সাম্প্রতিক একটি সমীক্ষায় ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিরিওলজি দেখেছে, ১৯৮২ থেকে ২০১৮-র মধ্যে ভারত মহাসাগরে সামুদ্রিক তাপপ্রবাহের সংখ্যা ৬৬, আর বঙ্গোপসাগরে ৯৪।
নানা কারণে উত্তপ্ত হয়ে ওঠে সমুদ্রের জল। খুব কম সময়ের মধ্যে যদি সমুদ্রের জল খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে তাকে সামুদ্রিক তাপপ্রবাহ বলে চিহ্নিত করা হয়। পারিপার্শ্বিক পরিবেশে পরিবর্তনের ফলেই এই তাপপ্রবাহ দেখা যায়। এই তাপপ্রবাহের জেরে সমুদ্রের জলে থাকা প্রাণীদের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পাশাপাশি, আবহাওয়াতেও প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন : S Jaishankar on India-China Relations: হঠাৎ হাজির চিনা বিদেশমন্ত্রী, ভারত-চিন সম্পর্ক নিয়ে কী বললেন জয়শঙ্কর?