গোরক্ষপুর: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল যাত্রীবোঝাই বাস। সেই বাসে এসেই ধাক্কা মারে দুরন্ত গতিতে ছুটে আসা লরি। ভয়াবহ এই পথ দুর্ঘটনার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। উত্তর প্রদেশের জগদীশপুরের কাছে হাইওয়ের উপরে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। গোরক্ষপুর-কুশিনগর হাইওয়ের উপরে ঘটেছে এই ঘটনা। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তবে লরির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝপথে খারাপ হয়েছিল ওই যাত্রীবোঝাই বাস। তখন রাস্তার ধারে বাসটি দাঁড় করিয়ে মেরামতির কাজ চলছিল। কিছু যাত্রী বাস থেকে নেমে দাঁড়িয়ে ছিল। কিছু যাত্রী বাসেই ছিলেন বসে। সে সময়ই লরিটি এসে ধাক্কা মারে বাসে। সেখানে দাঁড়িয়ে থাকা বাসের দুই যাত্রীকে পিষে দেয়। এর জেরে ২ যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি চার জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ২৫ জনেরও বেশি আহত হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা নিয়ে মুবারক আনসারি নামের এক বাসযাত্রী বলেছেন, “বাসটি যাত্রী ভর্তি ছিল। কিন্তু হঠাৎ টায়ার ফেটে যায়। যদিও বাসচালক কোনও মতে বাসটিকে নিয়ন্ত্রণে রাখেন। এর পর বাসটির মেরামতের চেষ্টা চলছিল। তখনই জোরে শব্দ শুনতে পাই। দেখি সবাই কাঁদছে। রক্ত পড়ে রয়েছে আশপাশে। তার পর বুঝতে পারি একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মেরেছে।”