China-Pakistan: স্পেন থেকে আসছে বড় চমক, ভয়ে গুটিয়ে যাবে চিন-পাকিস্তান

Jun 19, 2024 | 10:47 PM

China-Pakistan: স্পেনের অত্যাধুনিক এস-এইট্টি সাবমেরিনকে ইন্ডিয়া স্পেসিফিক ইকুইপমেন্টস দিয়ে ভারতকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছে সে দেশের প্রতিরক্ষা সংস্থা। সূত্রের খবর, ভারতের শর্ত অনুযায়ী সব ফিচারই থাকছে এস-এইট্টি সাবমেরিনে।

China-Pakistan: স্পেন থেকে আসছে বড় চমক, ভয়ে গুটিয়ে যাবে চিন-পাকিস্তান
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আরও শক্তি বাড়ছে ভারতীয় নৌ-সেনার। ভয়ে গুটিয়ে যাবে চিন, পাকিস্তান। স্পেন থেকে ৬টি বিশেষ প্রযুক্তির সাবমেরিন কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সূত্রের খবর এমনটাই। বছর দুয়েক আগে প্রজেক্ট পি সেভেন্টি ফাইভ-আই হাতে নিয়েছিল ভারতীয় নৌ-সেনা। ৪৩ হাজার কোটি টাকা খরচে দেশের মাটিতেই এই সাবমেরিনগুলো তৈরি হবে বলেও ঠিক হয়। প্রাথমিকভাবে যা খবর, তাতে এই দৌড়ে এগিয়ে স্পেন। আগামী মাসে স্পেনে সাবমেরিনের ট্রায়ালে অংশ নেবেন ভারতীয় নৌসেনা সদস্যরা। 

স্পেনের অত্যাধুনিক এস-এইট্টি সাবমেরিনকে ইন্ডিয়া স্পেসিফিক ইকুইপমেন্টস দিয়ে ভারতকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছে সে দেশের প্রতিরক্ষা সংস্থা। সূত্রের খবর, ভারতের শর্ত অনুযায়ী সব ফিচারই থাকছে এস-এইট্টি সাবমেরিনে। ২০২৩ সাল থেকেই এই সিরিজের সাবমেরিন স্পেনের নৌসেনার যুক্ত হয়েছে। ভারত শর্ত দিয়েছিল, এস-এইট্টির ইন্ডিয়া ভার্সনকে অন্তত ৮ দিন টানা জলের গভীরে থাকার উপযোগী হতে হবে। নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রযুক্তি থাকতে হবে। একইসঙ্গে ৩০০ কিলোওয়াট পাওয়ার জেনারেট করার ক্ষমতা থাকতে হবে। জার্মানি ও স্পেন, দুই দেশই ভারতের প্রয়োজন মতো সাবমেরিন সরবরাহ করতে উত্‍সাহ দেখায়। 

তবে শেষ মুহূর্তে জার্মানিকে পিছনে ফেলে স্পেন এগিয়ে গিয়েছে বলেই খবর। সবকিছু ঠিকঠাক চললে ২০২৮ সালের মধ্যে এই ৬টি অত্যাধুনিক সাবমেরিন নৌসেনার হাতে আসবে। আপনারা জানেন গত কয়েকবছর ধরে সাবমেরিনের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে নৌ-সেনা। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে ৬টি সাবমেরিন তৈরি করেছে ভারত। সেইগুলো কমিশনডও হয়ে গিয়েছে। আরও ১২টি সাবমেরিন তৈরির কাজ চলছে। এই মুহুর্তে ভারতের হাতে ১৬টি অ্যাকটিভ সাবমেরিন রয়েছে। আগামী ৫ বছরে এই সংখ্যা ৩০-এ নিয়ে যেতে চায় প্রতিরক্ষা মন্ত্রক। লক্ষ্য, ভারত মহাসাগর- সহ দেশের সব জলসীমায় সাবমেরিন ফ্লিট মোতায়েন রাখা। এটা করা গেলে জলপথে যে কোনও বিপদের মোকাবিলা করা সম্ভব হবে। আসলে দেশের জলসীমায় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুদ্ধজাহাজের ভাঁড়ার শক্তিশালী করার পাশাপাশি নতুন ঘাঁটি তৈরির কথাও ভাবতে হচ্ছে। সে কারণেই এই পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের। 

Next Article