NEET: ‘সুপ্রিম’ ধমকের পরই পদক্ষেপ এনটিএর, NEET ইস্যুতে বিহার পুলিশের রিপোর্ট তলব

Jyotirmoy Karmokar | Edited By: Soumya Saha

Jun 19, 2024 | 11:32 PM

NTA: ২০২৪ সালের নিট পরীক্ষা নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ জমা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলাগুলির শুনানিতে গতকালই শীর্ষ আদালতে চরম ধমক খেতে হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA)। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ার পরই এবার তড়িঘড়ি বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং থেকে রিপোর্ট চেয়ে পাঠাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

NEET: সুপ্রিম ধমকের পরই পদক্ষেপ এনটিএর, NEET ইস্যুতে বিহার পুলিশের রিপোর্ট তলব
নিটে বেনিয়মের অভিযোগ প্রতিবাদের ছবি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) বেনিয়মের অভিযোগে এবার বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং থেকে রিপোর্ট তলব করল এনটিএ। উল্লেখ্য, ২০২৪ সালের নিট পরীক্ষা নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ জমা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলাগুলির শুনানিতে গতকালই শীর্ষ আদালতে চরম ধমক খেতে হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA)। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ার পরই এবার তড়িঘড়ি বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইং থেকে রিপোর্ট চেয়ে পাঠাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

উল্লেখ্য, নিট পরীক্ষা ঘিরে যে বেনিয়মের অভিযোগ উঠে আসছে, তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে বিহার। বিহারের পটনা থেকে নিট পরীক্ষায় যে বেনিয়মের অভিযোগগুলি উঠে এসেছে, সেই সংক্রান্ত বিষয়গুলি এবার গুরুত্ব দিয়ে দেখতে চাইছে এনটিএ। সেই কারণেই বিহার পুলিশের থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। শিক্ষামন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই রিপোর্ট হাতে পেলে তা খতিয়ে দেখে সরকার পরবর্তী পদক্ষেপ করবে।

শিক্ষামন্ত্রক থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছ্বতা ও পড়ুয়াদের স্বার্থের প্রতি সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনওরকম বেনিয়মের সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠনের যোগ ধরা পড়ে, তবে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

গতকালই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, আদালত আশা করছে বেনিয়মের অভিযোগে এনটিএ দ্রুত পদক্ষেপ করবে। কারও যদি ০.০০১ শতাংশও গাফিলতি থাকে, তাহলে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই কথাও বলেছিল শীর্ষ আদালত। প্রত্যেক পরীক্ষার্থী যাতে সমান সুযোগ পায়, সে বিষয়টির দিকেও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নজর দিতে বলেছে আদালত।

 

Next Article