নয়া দিল্লি: যৌন হেনস্থার মামলায় ৪৮ ঘণ্টার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। এক নাবালিকা-সহ ৬ মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ব্রিজভূষণের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারির দাবিতে বিগত কয়েক মাসে দফায় দফায় উত্তাল হয়েছে দিল্লি। ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) মতো বড় বড় ক্রীড়াবিদরা তাঁর গ্রেফতারির দাবিতে আওয়াজ তুলেছেন। জানা গিয়েছে, আগামী ২০ জুলাই ব্রিজভূষণের আগাম জামিনের বিষয়ে একটি মামলার শুনানি রয়েছে রাউস অ্যাভিনিউ কোর্টে। এবার তাঁর আগেই ৪৮ ঘণ্টার জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন তিনি। তা নিয়েই এখন জোর চর্চা চলছে রাজধানীতে।
ব্রিজভূষণের সঙ্গেই অভিযোগ উঠেছিল জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমারের বিরুদ্ধেও। তাঁকেও এদিন অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক হরজিৎ সিং যশপাল। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দেওয়া হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার যে শুনানি রয়েছে সেখানেই ঠিক হতে চলেছে ব্রিজভূষণ আগাম জামিন পাচ্ছেন কি না।
এদিকে দিল্লি পুলিশের চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৩৫৪ (নারীর শালীনতা নষ্ট করা), ৩৫৪ এ (যৌন হেনস্থা), ৩৫৪ ডি (নজরদারি) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। এদিন আদালতে ব্রিজভূষণের জামিনের পক্ষে জোরালো সওয়াল করেন তাঁর আইনজীবী। স্পষ্ট জানান, তদন্তে সবরকম সাহায্য করছেন তিনি। কোথাও পালিয়েও যাচ্ছেন না। যদিও জামিনের বিরোধিতা করা হয়নি দিল্লি পুলিশের তরফে। তবে ব্রিজভূষণ যাতে বাইরে না যান, অভিযোগকারীদের, সাক্ষীদের প্রভাবিত করা চেষ্টা না করেন তা নিশ্চিত করতে বলা হয়।