NDA Meeting: ‘ইন্ডিয়া’ ২৬ বনাম এনডিএ-র ৩৮! রাজধানীতে মোদী-নাড্ডা-শাহদের মেগা বৈঠক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 18, 2023 | 7:25 PM

NDA Meeting in Delhi: দিল্লিতে এনডিএর বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয় এক বিশাল ফুলের মালা দিয়ে। মোদীও করজোড়ে প্রত্যেকে অভিবাদন গ্রহণ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

1 / 8
একদিকে বিরোধীদের ২৬টি দল এক ছাতার তলায়, অন্যদিকে এনডিএ-র বৈঠকে হাজির ৩৮ শরিক দল। দিল্লিতে আজ মেগা বৈঠক এনডিএর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন বৈঠকে।

একদিকে বিরোধীদের ২৬টি দল এক ছাতার তলায়, অন্যদিকে এনডিএ-র বৈঠকে হাজির ৩৮ শরিক দল। দিল্লিতে আজ মেগা বৈঠক এনডিএর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন বৈঠকে।

2 / 8
বিরোধী দলগুলি একত্রিত হয়ে নতুন জোট গঠন করেছে। পোশাকি নাম দিয়েছে 'ইন্ডিয়া'। আর অন্যদিকে শক্তি প্রদর্শন বিজেপিরও। বৈঠক শুরুর আগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নমো। এনডিএ-র জোটসঙ্গীরা যে বিজেপির কাছে কতটা মূল্যবান, তা বোঝানোর চেষ্টা করেছেন তিনি।

বিরোধী দলগুলি একত্রিত হয়ে নতুন জোট গঠন করেছে। পোশাকি নাম দিয়েছে 'ইন্ডিয়া'। আর অন্যদিকে শক্তি প্রদর্শন বিজেপিরও। বৈঠক শুরুর আগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নমো। এনডিএ-র জোটসঙ্গীরা যে বিজেপির কাছে কতটা মূল্যবান, তা বোঝানোর চেষ্টা করেছেন তিনি।

3 / 8
দিল্লিতে এনডিএর বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয় এক বিশাল ফুলের মালা দিয়ে। মোদীও করজোড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

দিল্লিতে এনডিএর বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয় এক বিশাল ফুলের মালা দিয়ে। মোদীও করজোড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

4 / 8
আগামী বছরেই লোকসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগে এনডিএ-র স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়েও হবে বিশ্লেষণ।

আগামী বছরেই লোকসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগে এনডিএ-র স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়েও হবে বিশ্লেষণ।

5 / 8
আজকের এনডিএ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকছে। বিশেষ করে আঞ্চলিক দলগুলির মধ্যে বিভাজন। শিবসেনার উদ্ধব শিবির গিয়েছে বিরোধীদের বৈঠকে। আবার একনাথ শিন্ডে শিবির এসেছে এনডিএ-র সঙ্গে বৈঠকে।

আজকের এনডিএ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকছে। বিশেষ করে আঞ্চলিক দলগুলির মধ্যে বিভাজন। শিবসেনার উদ্ধব শিবির গিয়েছে বিরোধীদের বৈঠকে। আবার একনাথ শিন্ডে শিবির এসেছে এনডিএ-র সঙ্গে বৈঠকে।

6 / 8
শুধু শিন্ডেই নন, মহারাষ্ট্রের এনসিপিতেও এখন চরম টানাপোড়েন। দল দুই ভাগে আড়াআড়ি বিভাজিত। শরদ পাওয়ার গিয়েছেন বিরোধীদের বৈঠকে। আর অজিত পাওয়ার এসেছেন এনডিএ-র বৈঠকে। একেবারে সামনের সারিতে অমিত শাহর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অজিত।

শুধু শিন্ডেই নন, মহারাষ্ট্রের এনসিপিতেও এখন চরম টানাপোড়েন। দল দুই ভাগে আড়াআড়ি বিভাজিত। শরদ পাওয়ার গিয়েছেন বিরোধীদের বৈঠকে। আর অজিত পাওয়ার এসেছেন এনডিএ-র বৈঠকে। একেবারে সামনের সারিতে অমিত শাহর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অজিত।

7 / 8
মোদী-নাড্ডা-শাহদের এই বৈঠকে গিয়েছেন পাহাড়ে বিজেপির বন্ধু দল জিএনএলএফ নেতা মন ঘিসিংও। এনডিএ-র সব শরিক দলগুলি আজ উপস্থিত রয়েছে দিল্লির বৈঠকে।

মোদী-নাড্ডা-শাহদের এই বৈঠকে গিয়েছেন পাহাড়ে বিজেপির বন্ধু দল জিএনএলএফ নেতা মন ঘিসিংও। এনডিএ-র সব শরিক দলগুলি আজ উপস্থিত রয়েছে দিল্লির বৈঠকে।

8 / 8
সবমিলিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে শাসক জোটের এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

সবমিলিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে শাসক জোটের এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Next Photo Gallery