NDA Meeting: ‘ইন্ডিয়া’ ২৬ বনাম এনডিএ-র ৩৮! রাজধানীতে মোদী-নাড্ডা-শাহদের মেগা বৈঠক
TV9 Bangla Digital | Edited By: Soumya Saha
Jul 18, 2023 | 7:25 PM
NDA Meeting in Delhi: দিল্লিতে এনডিএর বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয় এক বিশাল ফুলের মালা দিয়ে। মোদীও করজোড়ে প্রত্যেকে অভিবাদন গ্রহণ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
1 / 8
একদিকে বিরোধীদের ২৬টি দল এক ছাতার তলায়, অন্যদিকে এনডিএ-র বৈঠকে হাজির ৩৮ শরিক দল। দিল্লিতে আজ মেগা বৈঠক এনডিএর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন বৈঠকে।
2 / 8
বিরোধী দলগুলি একত্রিত হয়ে নতুন জোট গঠন করেছে। পোশাকি নাম দিয়েছে 'ইন্ডিয়া'। আর অন্যদিকে শক্তি প্রদর্শন বিজেপিরও। বৈঠক শুরুর আগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নমো। এনডিএ-র জোটসঙ্গীরা যে বিজেপির কাছে কতটা মূল্যবান, তা বোঝানোর চেষ্টা করেছেন তিনি।
3 / 8
দিল্লিতে এনডিএর বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয় এক বিশাল ফুলের মালা দিয়ে। মোদীও করজোড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
4 / 8
আগামী বছরেই লোকসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগে এনডিএ-র স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়েও হবে বিশ্লেষণ।
5 / 8
আজকের এনডিএ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকছে। বিশেষ করে আঞ্চলিক দলগুলির মধ্যে বিভাজন। শিবসেনার উদ্ধব শিবির গিয়েছে বিরোধীদের বৈঠকে। আবার একনাথ শিন্ডে শিবির এসেছে এনডিএ-র সঙ্গে বৈঠকে।
6 / 8
শুধু শিন্ডেই নন, মহারাষ্ট্রের এনসিপিতেও এখন চরম টানাপোড়েন। দল দুই ভাগে আড়াআড়ি বিভাজিত। শরদ পাওয়ার গিয়েছেন বিরোধীদের বৈঠকে। আর অজিত পাওয়ার এসেছেন এনডিএ-র বৈঠকে। একেবারে সামনের সারিতে অমিত শাহর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অজিত।
7 / 8
মোদী-নাড্ডা-শাহদের এই বৈঠকে গিয়েছেন পাহাড়ে বিজেপির বন্ধু দল জিএনএলএফ নেতা মন ঘিসিংও। এনডিএ-র সব শরিক দলগুলি আজ উপস্থিত রয়েছে দিল্লির বৈঠকে।
8 / 8
সবমিলিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে শাসক জোটের এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।