Malmas Totka: লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদেই কানায় কানায় পূর্ণ হবে মলমাস! শ্রাবণ অধিকমাসে মেনে চলুন এই সহজ টোটকা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 18, 2023 | 7:30 PM

Lakshmi-Narayan: বাংলা ক্যালেন্ডার অনুসারে, ১৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মলমাস বা পুরুষোত্তম মাস। মলমাসকে আধিক মাসও বলা হয়। মলমাস ও শ্রাবণ মাস একসঙ্গে যুক্ত হওয়ায় এই পরিস্থিতিকে শ্রাবণের অধিক মাস বলা হয়।

1 / 10
সাধারণত অধিক মাসকে অশুভ মাস বলে মনে করা হয়। এই কারণে এই মাসকে মলমাস বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যখন আধিকামাদের প্রধান দেবতার কথা আসে, তখন কোনও দেবতাই এর জন্য প্রস্তুত ছিলেন না। তারপর ভগবান বিষ্ণু মলমাসের অধিপতি দেবতা হন। তাকে পুরুষোত্তমও বলা হয়, তাই মলমাসকে পুরুষোত্তম মাসও বলা হয়।

সাধারণত অধিক মাসকে অশুভ মাস বলে মনে করা হয়। এই কারণে এই মাসকে মলমাস বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যখন আধিকামাদের প্রধান দেবতার কথা আসে, তখন কোনও দেবতাই এর জন্য প্রস্তুত ছিলেন না। তারপর ভগবান বিষ্ণু মলমাসের অধিপতি দেবতা হন। তাকে পুরুষোত্তমও বলা হয়, তাই মলমাসকে পুরুষোত্তম মাসও বলা হয়।

2 / 10
এবারের মলমাস পালিত হবে টানা ৩০ দিন। এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ। এই মাসে বেশ কিছু সহজ প্রতিকার মেনে চললে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্মীর কৃপায় ভরপুর হয়ে ওঠে অর্থভাণ্ডার। শুধু তাই নয়, জীবনের শেষদশাতে মেলে মোক্ষলাভও।

এবারের মলমাস পালিত হবে টানা ৩০ দিন। এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ। এই মাসে বেশ কিছু সহজ প্রতিকার মেনে চললে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্মীর কৃপায় ভরপুর হয়ে ওঠে অর্থভাণ্ডার। শুধু তাই নয়, জীবনের শেষদশাতে মেলে মোক্ষলাভও।

3 / 10
সাধারণত, মলমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় মলমাস।  আগামী ১৬ অগস্ট, অমাবস্যা শেষ হবে শ্রাবণ অধিকমাস। আজ থেকে শুধু মলমাসই নয়, বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয়েছে শ্রাবণ মাসও।

সাধারণত, মলমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় মলমাস। আগামী ১৬ অগস্ট, অমাবস্যা শেষ হবে শ্রাবণ অধিকমাস। আজ থেকে শুধু মলমাসই নয়, বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয়েছে শ্রাবণ মাসও।

4 / 10
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ ও আদিমাসের শুক্লপক্ষ একত্রে এক মাস হবে। অধিক মাসের কৃষ্ণপক্ষ ও শবনের শুক্লপক্ষ একত্রে এক মাস হবে। এভাবে শ্রাবণ মাস  পালিত হবে ২ মাস ধরে।

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ ও আদিমাসের শুক্লপক্ষ একত্রে এক মাস হবে। অধিক মাসের কৃষ্ণপক্ষ ও শবনের শুক্লপক্ষ একত্রে এক মাস হবে। এভাবে শ্রাবণ মাস পালিত হবে ২ মাস ধরে।

5 / 10
বিষ্ণু মন্ত্র জপ: মলমাসে ভগবান বিষ্ণুর পুজো করার নিয়ম রয়েছে। এই কারণে, ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে।

বিষ্ণু মন্ত্র জপ: মলমাসে ভগবান বিষ্ণুর পুজো করার নিয়ম রয়েছে। এই কারণে, ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে।

6 / 10
তুলসীর মালা দিয়ে এই মন্ত্রটি জপ করতে পারেন। প্রতিদিন স্নানের পর এই মন্ত্রটি জপ করুন। এতে সমস্ত ইচ্ছা পূরণ করবে। বিষ্ণুর কৃপায় মোক্ষও লাভ করতে পারেন।

তুলসীর মালা দিয়ে এই মন্ত্রটি জপ করতে পারেন। প্রতিদিন স্নানের পর এই মন্ত্রটি জপ করুন। এতে সমস্ত ইচ্ছা পূরণ করবে। বিষ্ণুর কৃপায় মোক্ষও লাভ করতে পারেন।

7 / 10
লক্ষ্মী-নারায়ণের পুজো: গোটা মলমাসে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। ভোগে রাখুন তুলসী পাতা। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশে ঘি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন।

লক্ষ্মী-নারায়ণের পুজো: গোটা মলমাসে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। ভোগে রাখুন তুলসী পাতা। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশে ঘি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন।

8 / 10
 বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, দেবী লক্ষ্মীর আরতি করুন। ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও কৃপা পেতে পারেন। জীবনে অর্থের অভাব দূর হবে। ঘরে সুখ, সমৃদ্ধি বজায় থাকবে কানায় কানায়।

বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, দেবী লক্ষ্মীর আরতি করুন। ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও কৃপা পেতে পারেন। জীবনে অর্থের অভাব দূর হবে। ঘরে সুখ, সমৃদ্ধি বজায় থাকবে কানায় কানায়।

9 / 10
তুলসী পুজো: ভগবান শিব যেমন বেলপাতা অত্যন্ত প্রিয়, তেমনি ভগবান বিষ্ণুরও তুলসী খুব প্রিয়। তুলসী ছাড়া তাঁর পূজা সম্পূর্ণ হতে পারে না। মলমাস হল ভগবান বিষ্ণুর মাস।

তুলসী পুজো: ভগবান শিব যেমন বেলপাতা অত্যন্ত প্রিয়, তেমনি ভগবান বিষ্ণুরও তুলসী খুব প্রিয়। তুলসী ছাড়া তাঁর পূজা সম্পূর্ণ হতে পারে না। মলমাস হল ভগবান বিষ্ণুর মাস।

10 / 10
তাই এই সময় প্রতিদিন তুলসী গাছ পুজো করতে পারেন। তুলসী গাছে কাঁচা দুধ ও জল নিবেদন করে প্রদক্ষিণ করতে পারেন।  ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। উন্নতি হবে অর্থভাণ্ডারেরও।

তাই এই সময় প্রতিদিন তুলসী গাছ পুজো করতে পারেন। তুলসী গাছে কাঁচা দুধ ও জল নিবেদন করে প্রদক্ষিণ করতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। উন্নতি হবে অর্থভাণ্ডারেরও।

Next Photo Gallery